পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 আন্তর্থ BSBBSS BT TB B BBBB BB BBBBBBS BBBBBB BB BBB দেখিয়া। সৰ্ব্ব লোকে হরি বলে ড.কিয়া২ : প্রভুকে সচল জগন্নাথ লোকে বলে। হেন নাহি যে প্রভুরে দেখিয়া না ভোলে ॥ যে পথে যায়েন চলি ঐগৌর সুন্দর। সেই দিগে হরিধনি শুনি নিরন্তর। যে খানে পড়য়ে প্রভুর চরণ যুগল। সেই স্থানের ধুলি লুটি করয়ে সকল ॥ ধুলি গুড়ি পায় মাত্র যে স্বকৃতি জন। তাহার আনন্দ অতি অকথ্য কথন । কিব। সে বিগ্রহের সৌন্দর্য অনু পাম । দেখিতেই সৰ্ব্বচিত্ত হরে অবিরাম ॥ নিরবধি শ্ৰীআনন্দ ধারা ঐনয়নে । হরে কৃষ্ণ নামমাত্র শুনি যে শ্রবণে ॥ চন্দন মালায় পরিপূর্ণ কলেবর । মত্তসিংহ যিনি অতি গমন মন্থর ॥ পথে চলিতেও ঈশ্বরের বাহনাই। ভক্তিরসে বিহরেণ চৈতন্য গোসাঞি । কথোদিনবিলম্বে পরমানন্দ পুরী। আসিয়া মিলিলা তীর্থ পর্য্যোটন করি । দুরে প্রভু দেখিয়া পরমানন্দ পুরী। সন্ত্রমে উঠিল৷ প্ৰভু গৌরাঙ্গ শ্ৰীহরি ; প্রিয়ভক্ত দেখি প্রভু পরম হরিষে। স্তুতি করি নৃত্য করে মহাপ্রেম রসে ৷ বাহুতুলি বলিতে নাগিল হরি হরি। দেখিলাম নয়নে পরমানন্দ পুরী ৷ আজি ধন্য লোচন সফল আজি জন্ম। সফল আমার আজি হৈল সৰ্ব্ব ধৰ্ম্ম ॥ প্রভু বলে আজি মোর সফল সন্ন্যাস। আজি মাধবেন্দ্র মোরে হইলা প্রকাশ ॥ এতবলি প্রিয় ভক্ত লই প্ৰভু কোলে। সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে ॥ পুরীর প্রভুর বোল শ্ৰীমুখ দেখিয়া । আনন্দে আছিল৷ আত্ম বিস্মৃতি হইয়া । কথোক্ষণে অন্যোন্যে করেন প্রণাম। পরমানন্দ পুরী চৈতন্যের প্রিয়ধাম। পরম সন্তোষ প্রভু তাহারে পাইয়। রাখিলেন নিজ সঙ্গে পার্ষদ করিয়া ৷ নিজ প্রভু পাইয়া পরমানন্দ পুরী। রহিলা আনন্দে পাদপদ্ম সেবা করি। মাধব পুরীর প্রিয়শিষ্য মহাশয় । ঐ পরমানন্দ পুরী তনু প্রেমময় ॥ দামো দর স্বৰূপ মিলিলা কথেদিনে। রাত্রিদিনে যাহার বিহার প্রভু সনে ॥ দামোদর স্বৰূপ সংগীত রসময় । যার ধনি শুনিলে প্রভুর নৃত্য হয় । দামোদর স্বৰূপ পরমানন্দ পুরী। শেষখণ্ডে এই দুই সঙ্গে অধিকারী ॥ এইমতে নীলাচলে যে যে ভক্তগণ । অপে২ অাসি সভে হইলা মিলন ॥ যে যে পার্ষদের জন্ম উৎকলে হইল। তাহারাও অপে২ আসিয়া মিলিলা । মিলিলা প্রত্যুমমিশ্র প্রেমের শরীর প্রেমানন্দ রামানন্দ দুই মঙ্গাধীর । দামোদর পণ্ডিত শ্ৰীশঙ্কর পণ্ডিত । কতদিনে আসিয়া হইল। উপনীত ॥ ঐ প্রত্যুর ব্রহ্মচারী নৃসিংহের দাস । যাহার শরীরে নুসিংহের পরকাশ ॥ কীৰ্ত্তন বিহরে নরসিংহ ন্যাসীৰূপে । জানিয়া রহিলা আসি প্রভুর সমীপে । ভগবান আচার্ধ্য আইলা মহাশয়। শ্রবণেও যারে নাহি পরশে বিষয় । এইমত সেবক যতেক যথা ছিল । সভেই প্রভুর পাশে আসিয়া মিলি লা। প্ৰভু দেখি সভার হইল দুঃখ নাশ। সম্ভে করে প্রভু সঙ্গে কীৰ্ত্তন বিলাস