পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈতন্যভাগবত । - ७१ গিলেন বিপ্রবর। ব্যাখ্যা করিলেই মাত্র প্রভু সেইক্ষণে। দুবিলেন আদি মধ্যে অস্ত্য তিন স্থানে। প্ৰভু বোলে এ সকল শব্দ অলঙ্কার। শাস্ত্ৰ মতে শুদ্ধ হৈলে হয় সারাসার ৷ তুমি বা দিয়াছ কোন অভিপ্রায় করি। বল দেখি কহিলেন গেী রাঙ্গ ঐহরি ; এত বড় সরস্বতী পুত্র দিগ্বিজয়ী। সিদ্ধান্ত নাফুরে কিছু বুদ্ধি গেল কই । সাত পাঁচ বলে বিপ্র প্রবোধিতে নারে। যেই বলে তাহ দোষে গৌরাঙ্গ সুন্দরে। সকল প্রতিভা পলাইল কোন স্থানে। আপনে ন বুঝে বিপ্ৰ কি বলে আপনে। প্ৰভু বোলে এথাকুক পড় কিছু আর। পড়িতেও পূৰ্ব্ব মত শক্তি নাহি আর কোন চিত্র তাছার সন্মোহ প্ৰভু স্থানে। বেদেও পায়েন মোহ ষার বিদ্যমানে ॥ আপনে অনন্ত চতুৰ্ম্মৰ্থ পঞ্চানন । যা সভার দৃষ্টে হয় অনন্ত ভুবন । তাহানাও পায়েন মোহ যার বিদ্যমানে। কোন চিত্র সে বিপ্রের মোহ প্রভু স্থানে ॥ লক্ষী সরস্বতী আদি যত যোগমায়। অনন্ত ব্ৰহ্মাণ্ড মোহে যা সভার ছায়া । তাঁহারা পায়েন মোহ যাঁর বিদ্যমানে । অতএব পাছে সে থাকেন সৰ্ব্বক্ষণে ॥ বেদ কৰ্ত্ত সব মোহ পায় যাঁর স্থানে। কোন চিত্র দিগ্বিজয়ী মোহ বা তাহানে ॥ মনুষ্যে এসব কাৰ্য্য অসম্ভব্য বড়। তেঞি বলি তার কার্য্য সকলে ই দড়। স্কুলে যত কিছু কৰ্ম্ম করেন ঈশ্বরে। সকল নিস্তার হেতু দুঃখিত জীবেরে। দিগ্বিজয়ী যদি পরাভবে প্রবেশিলা । শিষ্যগণ হাসিবারে উদ্যত হইলা ॥ সভা রেই প্রভু করিলেন নিবারণ। বিপ্র প্রতি বলিলেন মধুর বচন ৷ আজি চল তুমি শুভ কর বাসা প্রতি। কালি বিচারিব সব তোমার সংহতি ॥ তুমিও হইল। শ্রান্ত অনেক পড়িয়া । নিশাও অনেক যায় শুই থাক গিয়া । এইমত প্রভুর কোমল ব্যবসায় । যাহারে জিনেন সেহে দুঃখ নাহি পায়। সেই নবদ্বীপে ধ অধ্যা পক আছে। জিনিয়াও সভারে তোষেণ প্রভু পাছে। চল আজি ঘরে গিয়া বসি পুথি চাহ । কালি জিজ্ঞাসিব তাহা বলিবারে চাহ ॥ জিনিয়াও কারো না করেন তেজ ভঙ্গ। সভেই পায়েন প্রীত হেন তান রঙ্গ ॥ অতএব নবদ্বীপে ষ তেক পণ্ডিত। সভার প্রভুরে অতি মনে বড় প্রীত ॥ শিষ্যগণ সহিতে চলিলা প্রভু ঘর। দিগ্বিজয়ী বড় হৈলা লজ্জিত অন্তর। দুঃখিত হইয়া বিপ্র চিন্তে মনে মনে। সরস্বতী বর মেরে দিলেন আপনে ॥ ন্যায় সাংখ্য পাতঞ্জল মীমাংশ: দর্শন। বৈশেষিক বেদান্তে নিপুণ যত জন ॥ হেন জন না দেখিল সংসার ভিত রে। জিনিতে কি দায় মোর সনে কক্ষ করে । শিশু শাস্ত্র ব্যাকরণ পড়ায়ৈ ব্রা ক্ষণ। সেহ মোরে জিনে হেন বিধির ঘটন। সরস্বতীর বর অন্যথা দেখি হয় । এতবড় চিত্তে মোর লাগিল সংশয় ॥ দেবী স্থানে মোর বা জন্মিল কোন দোষ । অতএব হৈল মোর প্রতি কিছু রোষ । অবশ্ব ইহার আজি বুঝিব কারণ। এত বলি মন্ত্র জপে বসিলা ব্রাহ্মণ ॥ মন্ত্রজপি দুঃখে বিপ্র শয়ন করিলা । স্বপ্নে সর