পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদিখণ্ড মুকুতার হার, হিয়ার উপর, চন্দন-তিলক ভালে ॥ ৩১৯ ॥ অঙ্গদ কঙ্কণ, অমূল্য রতন, চরণে মগরা খাড় । বালকের ঠায়, খেলিবারে যায়, হাতে করি ক্ষীর লড়, ॥ ৩২০ ॥ গমন স্তু সদর, জিলিঞা কুঞ্জর, বচন গভীর মধু । লালকের মাঝে, গোর। দ্বিজরাজে, ভারণয়ে লেঢ়ল লিধু ॥ ৩২১ ॥ ঐছন লীলায়, ঠাকুর খেলায়, দেলত দেখিয়া হাসে । মার্জার, কুকুর, পরশে ঠাকুর, কৌতুক লোচনদাসে ॥ ৩২২ ॥ গৌরাঙ্গ পরশে কুকুর ভাগ্যপাল । স্ব ভাল ছাড়িয়া ভার হইল দি প্যজ্ঞান ৷৷ ৩১৪ ॥ র (ধ কুষ্ণ, গোলিন্দ পলিয়। ডাকে নাচে । নদিয়ার লোক দেখি সব ধার পাছে ॥ ৩১৫ ॥ কুকুরের তা বেশ এমন সভে দেখি । পুলকিত সব অঙ্গ-অশ্ৰুময় আঁখি ॥ ৩২ ৬ ॥ আচম্বিতে শ্বাল-দেহ ছড়ি ভাগ্যপাল । কৃষ্ণলোক কৈএঃ করে গোলোকে পয়ন ॥ আচম্বিতে দিব্য এক রথ যে তাসিয়া । আকাশের পথে যায় তাহারে লইয়া ॥ ৩২৮ ॥ সুবর্ণের রথ চারু সহস্রশিখর। মণি-মুকুতার ঝার করে ঝলমল ॥ ৩২৯৷৷ লক্ষ লক্ষ ঘণ্ট ধ্বনি হইছে ভণহাতে • কাংস্তা-করতাল তাথে বাজে যথে যূথে । শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি শুনি । গন্ধৰ্ব্ব-কিশ্নর গায় রাধাকৃষ্ণ-বাণী ॥ ৩৪০ ॥ ধ্বজপতাকা সব উড়ে রথে।পরে । সূর্য্যের মণ্ডল ঢাকে—কিরণ উজোরে ॥ ৩৪১ ৷৷ রথ-মধ্যস্থানে বসি রত্নসিংহাসনে। কমনীয়-কান্তি তেঁহো অতি মনে রমে ॥ ৩৪২৷৷ مر؟ দিব্য আভরণ ভার অঙ্গে অঙ্গে সাজে । কোটি কোটি মদন মূৰ্চিত হয় লাজে ॥ ৩৪৩ ॥ পরমশীতল হৈল কোটিচন্দ্র জিনি । রাপণকষ্য, গৌরাঙ্গ বলিয়া করে ধ্বনি ॥ ৩৪৪ ৷ সিদ্ধগণ সম্ভে আসি চামর করিয়৷ ৷ চলিলা গোলোক পথে তাহরে লইয়া ॥৩৪৫ ব্রহ্ম-শিব-সনক দি সলে কর জুড়ি। গৌরাঙ্গ-মহিমা গান সবে রথ বেড়ি ॥ ৩৪৬ ॥ জয় জয় রুপাসিন্ধু শচীর নন্দন। এমন করুণ। প্রভু ন কৈল কখন ॥ ৩৪৭ ॥ কুকুর উদ্ধার করি গোলোকে পাঠায় । দিব্য দেহ হেল কভু কেহো নাহি পায় ॥৩৪৮ জয় জর অগস্তির গতি গৌরহরি । জয় জয় ভালভার সভার উপরি ॥ ৩২৯ ॥ তে র করুণয় কলি-জীপ নিস্ত। রিল । আর কিল। লীল। তোর অলৌকিক হল । গু । মোর-সল দেল কপে হ’ল ভাগ্যলান । পাইব তোমার পদ-প্রসাদ প্রধান । ৩৫১ ৷ কুকুর তরিয়া যায় ভোমার পরশে । এমন করুণ কভু নাহি হৃষীকেশে : ৩৫১ । কলে মোরগ হইল এমন ভাগ্য ভাগী । কুকুরে রুতার্থ কৈলে--তই মোর মাগি ॥১৫৩। নমো নমঃ আদোষ-দরশী গৌররায় । নমো নমঃ তোমার সুন্দর দুই পায় ॥ ৩৫৪ ৷ অনুত্রজি হেনরূপে সব দেশগণ । কবে মোরা পাব গৌরচন্দ্রেয় চরণ ॥ ৩৫৫ ৷ এথা গোলোকেরে আইলা মহা ভাগ্যবtল । গৌরাঙ্গের লীল। অনুত্রত তথা গান ৷৷ ৩৫২ । হেন অদভুত গোরাচাদের প্রকাশ । তমান লেদ কহয়ে গুণ এ লোচনদাস ৷৷ ৩৫৭ | এথা শচীদেবী, ষষ্ঠাত্ৰত করিবারে মনে অনুভবি.