পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

63 ॐीऐछठन्नामछत्र হরি-হরি বোল শুনি জয়-জয় নাদ । শুনিএ ধাইল কেহে দেখিবারে সাধ ॥৪১৬৷৷ এ বোল শুনিঞা শচী আইল। আচম্বিতে । দেখিল—আপন পুত্র নিমাই আৰু পণ্ডিতে ॥ পুত্র, পুত্র, বলি শর্চা নিমাই কৈল কোলে। সভারে দেখিয়া সে নিষ্ঠ রবাণী বলে ॥৪১৮ ॥ এমত বেভার সুর পণ্ডিত-সম্ভায় । পর-পূঃ পখিল করি উন্মত্ত নাচায় ॥ ৪১৯ ॥ কর্কশ-কথায় সভার হইল চেতন। fক কৈল কি কৈল ললি গণে মনে মন ॥৪২০ ॥ বিশ্বস্তরে লএঃ গেল। বিশ্বস্তুরের মাত । অ। নমো লোচন কহে গোরণগুণগtথী ॥ ৪২ ১ ॥ সিন্ধুড়া—-লাগ । অকলঙ্ক কলানিধি উদয় নদিয়া ॥ ধ্রু ॥ এইখানে এক কথা কহিল এখন । মুরারিতে দামোদরে যে হৈল কথম ॥ ৪২২ ॥ মুয়ারিকে পূছিল। পণ্ডিত দামোদর। এক নিবেদঙ fচর লেদ লা অন্তর ॥ ৪২৩ ॥ কহ কহ গুগুলেঝা পুছে ভোর ঠাঞি । কতি গেল। বিশ্বরূপ--ঠাকুরের ভাই ॥ ৪২৪ ॥ ভাহীর চরিত্র কিছু পুছে মে। সাদরে । কহয়ে মুরারি বড় হরিষ অন্তরে ॥ ৪২৫ ॥ শুন শুন দামোদর পণ্ডিত প্রধান । যে জানো মো কহেঁ! কিছু ভোর বিদ্যমান ॥ বিশ্বস্তুর জ্যেষ্ঠ-বিশ্বরপ গুণধাম । কি কহিব তার গুণ-চরিত্র-বর্ণখান ॥ ৪২৭ ॥ অল্পকালে সৰ্ব্বশাস্ত্র জানয় সকল । স্বধৰ্ম্মে তৎপর বুদ্ধি সংসারে বিরল ॥ ৪২৮ ॥ স্বচ্ছন্দ-হৃদয় দ্বিজ-দেব-গুরু ভক্ত। পিত্তা-ম।ণ্ডার সেবা করে অতি অনুরক্ত ॥৪২৯৷৷ বেদান্ত-সিদ্ধান্ত জানে সৰ্ব্বধৰ্ম্ম মৰ্ম্ম । বিষ্ণুভক্তি বিস্তু সে না করে কোন কৰ্ম্ম ॥৪৩০। সৰ্ব্বলোক-প্রিয় সে পরম মহাসিদ্ধি। অন্তরে বৈরাগ্য তত্ত্বজ্ঞালে নিষ্ঠ বুদ্ধি ॥৪৩১ ॥ সমাধ্যায়ি-সনে কথা-পুথি বামহাতে । জগন্নাথপিভায়ে দেখিলা রাজপথে ॥ ৪৩২ ॥ ষোড়শবরিয পুত্র ভেল বয়ঃক্রম। বিবাহের যোগ্য রূপ-যৌবন-সম্পন্ন ॥৪৩৩ ॥ এই মনঃকথা পিতা হৃদয়ে করিল। বিশ্ব রূপ-যোগ্য কন্যা মনে বিচগরিল ॥ ৪৩৪ ॥ চিন্তিতে চিন্তিতে দ্বিজ তাইলা নিজঘর। লিশ্বরূপ-বিভা দিব চিন্তিত অন্তর ॥৪৩৫ ॥ কথোক্ষণে বিশ্ব রূপ দ্বিজ আইলা ঘর। সুবিস্মিত পিতা দেখি বুঝিল অন্তর ॥ ৪৩৬ ॥ তবে সেইমতে বিশ্বরূপ দ্বিজবৰ্য্য। সুবিস্মিত পিতা দেখি বুঝিলেন কাৰ্য্য ॥৪৩৭ ॥ অন্তরে জানিল- -মোর বিবাহের ভরে । চিন্তিত হইল। দোহে কাৰ্য্য করিবারে ॥৪৩৮৷৷ বিবাহ করিল আমি--নহে ত উচিত । নহে বা জননী দুঃখ পালে বিপরীত ॥ ৪৩৯ ॥ এইমনে অনুমানি রাত্রি-স্বপ্রভাতে। বাহির হইয়া গেলা পুথি বামহাতে ॥ ৪৪০ ॥ গঙ্গাজল-সন্তরণ করি পার হৈলা ! গত-মাত্র মহাশয় সন্ন্যাস করিলা ॥ ৪৪১ ॥ " পঠমঞ্জরী --রাগ । তৃতীয়-প্রহর বেলা, কেনে পুত্র না আইলা, পিতা মাত চিন্তিত-হৃদয় । জগন্নার্থ খোজ করে, চাহে প্রতি ঘরে ঘরে, না পাইলা আপন ভনয় ॥ ৪৪২ ॥ জনে জনে কানাকানি, কার্য্য হৈল জানাজানি,

  • বিশ্বরূপ-সন্ন্যাসকরণ। তো-কাণি মো-কাণি কথা, শুনি জগন্নাথ পিতা, আচম্বিতে হরিল চেতন ॥ ৪৪৩ ॥ তবে শচীদেবী শুনি, মূৰ্ছিত পড়িল ভূমি,

অন্ধকার হৈল ত্ৰিজগত্ত ।