পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মধ্যখ গু১ কলিযুগে কৃষ্ণভক্তি পরসন্ন মায়া। কলিযুগ হেন কোন যুগে নাহি দয়া ॥ ১৯ ॥ হেনই সময়ে সে পণ্ডিত শ্ৰীবাস । কহিতে লাগিল৷ কিছু অন্তরে তরাস ॥ ২০ ॥ সম্মুখে দেখহ প্ৰভু পাষণ্ডী ব্রাহ্মণ । কৃষ্ণমহোৎসবে বাধা দিবেক এখন ॥ ২১ ॥ এই মহাপাষণ্ড এ অতি দুরাচার। বিদ্যা-অভিমানে করে মহা-অহঙ্কার ॥ ২২ ॥ তবে মহাপ্রভু কথা কহিল তাহারে । এথা না আসিব এই দুষ্ট তুরাচারে ॥ ২৩ ॥ না আইল ব্রাহ্মণ সেই মায়াপিমোহিত । ক্রীড়া করে মহাপ্রভু আনন্দিতচিত ॥ ২৪ ॥ শ্ৰীনিবাস-ভুজে এক ভুজ আরোপিয়া । গদাধর কর পরি’ লাম-কর দিয়া ॥ ২৫ ॥ নরহরি-অঙ্গে প্রভু শ্ৰী অঙ্গ হেলিয়। শ্রীরঘুনন্দনমুখ কান্দয়ে হেরিয়া ॥ ২৬ ॥ ত্রীরামপণ্ডিত-অঙ্গে দিয়া পাদ সূজ । ক্রীড়া করে মহাপ্রস্তু আচার্য্য-সন্মুখ ॥২৭ ॥ চৌদিগে বৈষ্ণব করে গুণসঙ্কীৰ্ত্তন। মপ্যেতে নাচেন প্রভু শচীর নন্দন ॥২৮ ॥ যেন রাসমস্থোৎসলে পেঢ়ি গোপীগণ । কীৰ্ত্তনের মাঝে এইমত সুশোভন ॥ ২৯ ॥ এইমলে কথে ক্ষেণে লুভ্য-অলসানে। হরষিত অদ্বৈত-আচাৰ্য্য সীত-সনে ॥২০ ॥ তবে তার ঘরে প্রভু ভোজন করিল। সুগন্ধি চন্দন, মাল! শ্ৰীঅঙ্গ লেপিল ॥ ৩১ ॥ অদ্বৈ ভ-আচাৰ্য্য ধন্য আপন মানিল । " আমারে প্রভুর দয়া এবে সে জানিল ॥৩২ ॥ অদ্বৈতের গণ কান্দে চরণে পড়িয়া । বিশ্বম্ভর কোলে করে সভারে তুলিয়। ৩৩। নিজ নামগুণে প্রভু নাচিয়া গাইয়। ঘরেরে আইলা প্রভু নিজজন লঞ ॥ ৩৪ ৷ হেনমতে পিনে দিনে বাঢ়ে পরকাশ । শুনিএaা আনন্দ হিয়া এ লোচনদাস ॥ ৩৫ ॥ 3 $5 A. ১০৫ বরাড়ি – রাগ । নিছলি যাঙ গোরণক্সপের লাল।ই লঞা । বিলাইল প্রেমধন জগৎ ভরিয়া ॥ ধ্রু ॥ ভবে সেই মহাপ্রভু বসি’ নিজঘরে। অধ্যাত্মতত্ত্বের কথা কহয়ে ঈশ্বরে ॥ ৩৬ ॥ একমাত্র কৃষ্ণ স্বামী স্বষ্টিরূপস্থিতি। আপলে সে এক আণত্ব-রূপে আছে ক্ষিতি ॥ ইহা বলি হস্ত মেলি’ পুনঃ করে মুষ্টি । দেখায় সভারে এইমত মোর স্মৃষ্টি ॥ ৩৮ ॥ পুনঃ কহে—তত্ত্ব সত্তামাত্র স্বরূপিণ । ভালের অালেশ তাথে শুন সৰ্ব্বজন ॥ ৩৯ ॥ তথাপি সক্রপে সেই করিয়ে যতন । এক জ্ঞান বিনে মুক্ত নহে এ কারণ ॥ ৪০ ॥ বিষম সংসারলদ্ধ জিনিতে ন পারে। মুক্তবন্ধ হয়—যদি একজ্ঞান করে ॥ ৪১ ॥ মুক্তি বিনু কৃষ্ণ জ্ঞান নাহি হয় কভু । এতেক বলিয়া শুন জ্ঞানগম্য প্রভু ॥ ৪২ ৷ হের দেখ মোর করে এ পঢ়ি অঙ্গুলি । মধুতে মিশ্রিত এক-ঘূণ-কর চারি ॥ ৪৩ ৷ দুৰ্গন্ধ লাগিয়া তাহা ন চাহে নয়নে । একাঙ্গ,লি মধু-জিহবা লিহায় যতনে ॥ ৪৪ ৷ এক অব্যয় সেই ভগবান মাত্র। ইহা বলি’ মুক্ত হইবারে নাহি পাত্র॥ ৪৫ ৷ এইমনে জ্ঞানযোগ কহে নানাবিধি । ক্ষণেকে রহিলা নিশবদে গুণনিধি ॥ ৪৬ ৷ দয়া করি পুনঃ কহে সৰ্ব্বতত্ত্বসম । শ্ৰীকৃষ্ণ ভকতি দিনে কিছু নাহি আর ॥৪৭৷৷ জ্ঞানগম্য কৃষ্ণ –ইহা বুঝাইল সভারে । কৃষ্ণ-পাদগম্বুজপ্রেম ভক্তি সৰ্ব্বসারে ॥৪৮ “এই জ্ঞান হইলে হয় কৃষ্ণে দৃঢ়মতি। মতি দৃঢ় হইলে হয় ভক্তি অহৈতুকী ॥৪৯ কৃষ্ণ-পাদগম্বুজ-ধ্যান করিল তখন। হরিহরি বলি পাদগম্বুজ-সঙরণ ॥ ৫০ ॥