পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8रे ঐচৈভস্থ্যমঙ্গল মনের নিবৃত্তি কলিকালে নাহি হয়। মনের চাঞ্চল্যে সন্ন্যাসের ধৰ্ম্মক্ষয় ৩২ ৷৷ গৃহি-জন মনঃপাপে নাহি হয় বদ্ধ। সন্ন্যাসীর ধৰ্ম্ম যায় মনোজয়শুদ্ধ ॥ ৩৩ ৷ এতেক বচন যদি শচীদেবী বৈল । শুনিএঃণ প্রবোধ-বাণী মায়েরে কহিল ॥ ৩৪ ॥ - 5 চান্দ-মুখের বচন অমিয়া । রূপ গঢ়ল কেমন বিপি ধৈরজ ধরিয়া ॥ ধ্রু॥ গ্রুবেরে বৈষ্ণব কৈল ধ্রুলের জননী । কহিয়ে সে রস শুন অপূৰ্ব্ব কাহিনী ॥ ৩৫ ॥ তপাহি— ব্যাপস্যাচরণং ধ্রুবস্য চ বয়ো বিদ্য গজেন্দ্রসা কা বুজায়াঃ কিমু নাম রূপমধিকং বিস্তং সুদামে। ধনম্। বংশঃ কে বিদুরস্য যাদবপন্থের গ্রস্য কিং পেীকযং ভক্ত্যা ভূয্যতি কেবলং ন চ গুণৈভক্তিপ্রিয়ে মাধব: ॥৩৬ আশ্ৰয় । ব্যাধস্ত আচবণং, ধ্রুবস্ত বয়ঃ চ, গজেন্দস্ত কা বিদ্যা, ( অভূং ন কথঞ্চন ) বু জায়াঃ নাম রূপং অধিকং কিমু, সুদামঃ কিং তং ধনং, বিদ্যুবস্ত কঃ লংশঃ ( কুলমৰ্য্যদা ) যাদবপতেঃ উগ্রস্ত কিং পৌরুষং, ভক্তিপ্রিয়; মাধব: কেবলং ভক্ত্যা তুৰ্য্যতি, ন চ গুণৈ: ॥ ৩৫ ॥ তমলুবাদ । ব্যাধের আচরণ, ধ্রুবের বয়স, গজেন্দ্রের বিদ্যা কি ছিল ? কুঞ্জার নাণ, রূপ ও বয়সের সৌন্দর্যধিক্য কি চিল ? সুদামের কি ধন ছিল ? বিছরের বংশ-মৰ্য্যাদা কি ছিল ? যাদবপতি উগ্রসেনের কি পৌরুষ ছিল ? ভক্তি-প্রিয় মাধব কেবল ভক্তির দ্বারা সস্তুষ্ট হন, প্রাকৃত গুণের দ্বারা কম না । শুন মাতা ধ্রুব-কথা এক-মন-চিত্তে। অতি উচ্চ পদ ধ্রুব পাইল যেনমতে ॥ ৩৭ ॥ ব্ৰহ্মার মানসপুত্র-স্বয়ম্বুব মমু। মহাতেজ পরাক্রম যেন ব্রহ্মভলু ॥ ৩৮ ॥ তার দুই পুত্ৰ—প্রিয়ত্ৰত উত্তানপাদ। দুহে মহারাজা হৈল ব্রহ্মার প্রসাদ ॥ ৩৯ ৷ উত্তানপাদ মহারাজ। দুই লিভা করি। সুরুচি স্থনীতি নামে দুইত সুন্দরী ॥ ৪০ ॥ উত্তমাদি সাত পুত্র সুরুচির হৈল। সুনীতির গর্ভে মাত্র ঞ্চলের জন্ম হৈল ॥৪১ ॥ স্বামীতে সৌভাগ্য হৈল উত্তমের মাত । ধবের জননী হৈল স্বামিতে দুর্ভাগা ॥ ৪২ ৷ পাট মহারাণী হৈল সুরুচি সুন্দরী। ধ্ৰুবের জননী গিয়া-তার সেবা করি ॥ ৪৩ ৷৷ প্রবের মায়ের দুঃখ কহনে না যায়। সে দুঃখে পাথর ভাসে সমুদ্র শুখায় ॥ ৪৪ ॥ তাকাড়ি-চাউলের অল্প তালোণা ব্যঞ্জন । ধ্ৰুবের মায়েরে দেয় করিতে ভোজন ॥ ৪৫ ॥ পাঁচ বৎসর যখন ধ্রুবের বয়স । দুঃখী হঞা ফলের মাত পায় নানা ক্লেশ ॥৪৬ একদিন সুরুচি-সহিত মহারাজ । নালারসে আছে উচ্চ সিংহাসন মালা ॥ ৪৭ ॥ উত্তমাদি সাত ভাই মা-বাপের সঙ্গে । রত্নময়-সিংহাসনে আছে নালারঙ্গে ॥ ৪৮ ৷৷ পাচ-বৎসরের ধ্রুব শিশুগণ সঙ্গে । ধূলায় ধূসর খেলা খেলায় নানারঙ্গে ॥৪৯৷৷ বাপের কোলে দেখিল ভাই লাভজনে। তা দেখিয়া উঠে ধ্রুব রত্ন-সিংহাসনে ॥ ৫০ ॥ সিংহাসনে উঠিয়া বাপের কোলে যাইতে । প্রবের সতাই ঠেলি পেলিলেন ভূমিতে ॥৫১৷ ভূমিতে পড়িয়া ধ্রুব কান্দিতে লাগিল। স্ত্রীর বশ হএঃ রাজা কিছু না বলিল ॥ ৫২ ৷ ভূমিতে পড়িয়। এৰ কান্দে অভিমানে। মা দুর্ভাগ। বাপের, ইহা নাহি জানে ॥ ৫৩ ৷ ধ্ৰুবের সতাই বোলে—কান্দ অকারণে । দাসীর পুত্র হঞা উঠ—রত্ন-সিংহসনে ॥ ৫৪ ৷ জন্মেজন্মে তোমার-মা কৃষ্ণ নাহি ভজে । । রত্নময়-সিংহাসনে উঠ কোন লাজে ॥ ৫৫ ॥ অভাগীরপুত্র, ভোর মা অবৈষ্ণবী। রত্নসিংহাসনে কোথা বসিবারে পাবি ? ৫৬ ॥