পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՖԳԵ চলি’ যায় পথে প্রেম-পরবশ-চিত । কাঞ্চী-নগরে প্রভু ভেল উপনীত ৷৷ ৮৩ ৷৷ রত্নময় পূরী সেই কপীনগর। নগর দেখিয়া তুষ্ট হৈল ন্যাসিবর ॥ ৮৪ ৷৷ বিষয়ীর মুখ প্রভু নাহি দেখে কভু । আচম্বিতে রাজদ্বারে উত্তরিল। প্রভু। ৮৫ ৷৷ রাজার তুয়ারে গিয়া দ্বারীকে কহিল । রাজপুত্র কোথা আছে—নিভৃতে পুছিল । ৮৬ প্রভুকে দেখিয়া দ্বারা পরণাম করে। এই ভগবান—হেন মনে মনে বোলে ॥ ৮৭ ৷৷ প্রভু কহে—রাজপুত্রে জানাহ বচন । তাহার নিমিত্তে মোর এথ আগমন ॥ ৮৮ ৷ চলিল ত দ্বারী রাজপুত্র যথা আছে। নিজ অন্তঃপুরে যথা দেবতা পূজিছে ৷ ৮৯ ৷ প্রণাম করি’ দ্বারী জানায় লচন । এক মহাষতি গোসাঞি দ্বারে আগমন ॥৯০৷৷ এ লোল শুনিএঃ রাজা না ললিল কিছু । তরাসে দ্বারী সে পলাইয়া যায় পাছু ॥ ৯১ ৷৷ দ্বারেতে আসিয়া দ্বারী করে নিবেদন—। জানাইতে না পারিল তোমার বচন ॥ ৯২ ৷ দেবতা পূজয়ে রাজ! নিজ অন্তঃপুরে । কাহার শকতি তথা ঘাইপারে পারে ॥ ৯৩ ৷ এ বোল শুনিয়া প্রভু হাসে মনে মনে । যথা পূজা করে—তথা চলিলা আপলে ॥ ৯৪ ৷ এক-অংশে স্বারে রহে—তমার অংশে যায় । ঘথা পূজা করে সেই রামানন্দ রায় ॥ ৯৫ ৷ প্যান করয়ে কৃষ্ণ দেখে গৌরচন্দ্র। পুনরপি প্যান করে জপে মহামন্ত্র ॥ ৯৬। পুনরুপি সেই গৌর দেখয়ে নয়নে। কি হৈল কি হৈল বলি’ গুণে মনে মনে ॥ ৯৭ ৷ পুনরপি দ্যান করে সুদৃঢ়.হিয়ায়। পুনরপি গৌরচন্দ্র হিয়ায় সাস্তায় ॥ ৯৮ ৷৷ কি কি বলি? আঁখি মিলি’ চাহে চারিভিভে । গৌরচন্দ্র স্যাসিবর দেখে অচম্বিতে ॥ ৯৯ ॥ " শ্রীচৈতন্যমঙ্গল সন্ন্যাসী দেখিয় রাজ উঠিল৷ সন্ত্রমে । চরণবন্দনা করি? নেহারয়ে ক্রমে ॥ ১০০ ৷ আপাদ-মস্তক প্রভুর নেহারয়ে অঙ্গ । গৌর-অঙ্গ দেখি’ হিয়ায় উপজিল রঙ্গ ॥১০১৷৷ বিস্ময় লাগিল দ্যাসী আইলা কেমতে । প্রভুরে কহয়ে কিছু হাসিতে হাসিতে ॥ ১০২ ৷ মোর অভ্যন্তরে তুমি আইলা কেমনে। বড়ভাগ্যে দেখিলাম তোমার চরণে ॥ ১০৩ ৷৷ প্রভু কহে—তুমি কেনে না চিন আপনা। আমারে না চিন আমি নিতে আইলু তোম। ॥ এ বোল শুনিএঃ প্ৰভু অট্ট-অট্ট হাস । আপন চিনায় প্রভু করে পরকাশ ॥ ১০৫ ॥ যে ছিল সেখানে কৃষ্ণ-শ্বেতরক্ত-দু্যতি । সকল দেখায় এক গৌর-মৃরতি ॥ ১০৬ ৷ কষিত এ দশপ{ণ কাঞ্চল-লরণ । তাহ ছাড়ি হৈল প্রভু শ্যাম-সুচিক্কণ ॥১০৭৷৷ কানড়া-কুসুমাকতি তাঙ্গের বরণ। ময়ূর-শিখণ্ড শিরে-যুরলীবদন ॥ ১০৮ ॥ নান। অাভরণ অঙ্গে চিকণীয়। কাল।। পীতবস্ত্র পরিপান—গলে বনমালা ॥ ১০৯ ৷ তাহা দেখি মহারাজ আনন্দিতমন । পুনরপি হৈল। প্রভু গৌরবরণ ॥ ১১০ ৷ পশু, পক্ষা, বুক্ষ তার মত লতা-পতা । গৌর-অঙ্গ-ছট। ঝলমল করে তথ। ॥ ১১১ ৷ দেখিয়া জানিল রাজ রামানন্দ রায় । প্রেমায় বিহবল পরে’ নিজ-প্রভু পায় ॥১১২৷৷ চরণে পড়িয়া কামেদ অলশ শরীর। করে ধরি’ লঞ। প্রভু ভৈগেল। বাহির ॥১১৩৷৷ রায় রামানমো তার প্রভুতে মিলল। গেণরা গুণগtথ গায় এ দাস লোচল ॥১১৪৷৷ শ্রীলগি । পাপ-তাপ হয় যমভয় । জয় শচীনন্দন জয় জয় ॥ ধ্রু