পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ゞも" এ বোল শুনিএঃ গৌর বিহবল হিয়ায়। বালকের হেন সেই ইতস্তত পায় ॥ ১৮২ ॥ ময়ূরের শব্দ করে—ধরয়ে ফেকম। পুলকে পূরল অঙ্গ-অরুণ নয়ন ॥ ১৮৩ ॥ ভাই ভাই বলি’ ডাকে হৈ হৈ বোলে। শ্ৰীদাম, সুদাম বলি’ গাছ কৈল কোলে ॥১৮৪৷৷ সখ্য ভালে ব্যাকুল হইয়। গৌররায় । প্রেমায় আকুল হএঃ চারিদিগে ধায় ॥১৮৫ কালী, সবলী বলি’ ডাকে ঘনে ঘন। কতি গেল পেলুকাসুর—মারিল এখন ॥১৮৬ ইহ বলি’ কন্দে—বাহ নাহিক শরীরে । কৃষ্ণদাস বোলে—এই সেই যত্নবারে ॥ ১৮৭ ॥ সঙ্গের সঙ্গতিগণ—তারাও তেমন । গোরা-মুখ নেহারয়ে—নাহি সম্বেদন ॥১৮৮৷৷ কথোক্ষণে গৌরচন্দ্রের হইল ত বাহা । পুনরপি কৃষ্ণদাসে কহে—কহ কাৰ্য্য। ১৮৯ ॥ বৎসক-কনিষ্ঠ সপ—নাম অঘাসুর। এইখনে কৃষ্ণ তার প্রাণ কৈল দূর ॥ ১৯০ ৷ এইখানে যমুনা ছিল- নাহিক এখন। এইখানে হরিলা ব্ৰহ্ম। বৎস-শিশুগণ ॥১৯১ বৎসরেক ছিল। গোবৰ্দ্ধনের ভিতরে। সেই বৎস-শিশু দেখি ব্ৰহ্মা স্তল করে ॥১৯২। ধেনুক মারিয়া তাল খাইল বলরাম। যমুনাতে দেখ কালীদহ এই ঠাম ॥ ১৯৩ ॥ কদম্বতরু আরোহণ কৈল এইখানে । ঝাপ দিয়া কৈল কালীনাগের দমনে ॥১৯৪ শীতে আৰ্ত্ত হএঃ রুষ্ণ এ ঘাটে উঠিলা । দ্বাদশ-তাদিত্য ভলে গগনে উদিল ॥ ১৯৫ ॥ দ্বাদশ-আদিত্য-ঘাট তেঞি— বোলে লোকে । কালীয়দমন-মূৰ্ত্তি দেখ পরতেখে ॥ ১৯৬ ॥ এইখানে বালক লৎস পোড়ে দালানলে । দালানল পান করি? রাখিল সভারে ॥ ১৯৭ ॥ ঐদামের কান্ধে কুষ্ণ চঢ়িল। এখানে । প্ৰলম্ব হারিয়া কান্ধে করে বলরামে ॥১৯৮ শ্ৰীচৈতন্যমঙ্গল অসুরের মায়া ব্যক্ত হৈল বলরামে। মস্তকে মারিল মুষ্টি ছাড়িল পরাণে ॥১৯৯ ভাণ্ডীর-বনেতে অঘাসুরের মরণ । নিকটেতে দেখ গোসাঞি হের বৃন্দাবন ॥২০০ ঈষীকা-মুগুটিৰী দেখ পরম-মোহন । এইখানে আচম্বিতে না দেখে গোপন ॥ ॥২০১ ধেনু না দেখিয় সে বঁাশীতে দিল ফুক। উদ্ধ কাণ করি’ পেলু পায় আইসে উৰ্দ্ধমুখ ॥ তৃণ-মুখে পেলু পায় বৎস স্তনমুখী। মুরলীর গালেতে মোহিত মৃগ-পাখী ॥২০৩৷৷ পুনঃ দাবানলে ল্যগ্র ভেল শিশুগণ । দালানল পান শিশু মুদিল নয়ন ॥ ২০8 ॥ এইমতে কৃষ্ণে ব বিহার স্থানে স্থানে । আনন্দে দেখয়ে গৌর—কহয়ে লোচনে ॥২০৫৷৷ 15 | অ রে মোর অপরূপ গের। লোকে বোলেরে কঁাচ সোণার কিশোর ॥ধ্রু॥ গোপকুম।রিক। ত্ৰত কৈল এইখানে । কাম্য কৈল--দাসী হল কৃষ্ণের চরণে ॥২০৬ বস্ত্র অ। ভরণ তার খুঞ। এই ঘাটে । জলে নাম্বি’ স্নান তায় করয়ে লাঙ্গটে ॥১০৭ আচম্বিতে বস্ত্ৰ-ত। ভরণ লইয়া হরি। নীপতরু-পরে উঠি হাসে পারি পারি ॥২০৮ গোপকুমারিক স্তুতি অনেক যতনে। তুষ্ট হঞা দিল তারে বস্ত্ৰ-আন্তরণে ॥২০৯। বৃন্দালনে প্রশংসয়ে শিশু সম্বোধিয়।। যজ্ঞপত্নী-স্থানে অল্প খাইল মাগিয়।। ২১০ ॥ কংসেব উৎপাতে সব গোপ ভয় পাঞ।। নন্দীশ্বর-গিরিতে আশ্রয় কৈল গিয় ॥২১১৷৷ বসতি করিল মানসগঙ্গার দু-কুলে। বিলাস করিল গোবৰ্দ্ধনের শিখরে ॥ ২১২ ॥ ইন্দ্র-সনে বাদ করি’ এ পৰ্ব্বত ধরে। তুলিলেক মহাগিরি সপ্তম-বৎসরে ॥২১৩।