পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুরে হৈতে তোমারে করিয়া দরশন। যুড়াইল নেত্ৰ যেন পাইলু জীবন ॥ মোর অপরাধ ক্ষমা কর এইবার । লইলু শরণ এই চরণে তোমার। এত কচি ভসে দুই নয়নের জলে । হইয়া ব্যাকুল বিপ্র পড়ে মহীতলে ৷ ঐঠাকুর মহাশয় কহে বারবার। মোর স্থানে অপরাধ নাহিক তোমার ॥ বিপ্র কহে মোর মাথে ধরহ চরণ । তবে সে প্রফুল্ল হয় এ পাপীর মন ॥ নরোত্তম শ্ৰীকৃষ্ণচৈতন্ত সঙরিয়া । বিপ্রে আলিঙ্গন কৈল প্রেমাবিষ্ট হইয়া ॥ বিপ্র মহাহৰ্ষে লৈয় চরণের ধূলি। করয়ে নৰ্ত্তন দুই বাহু উদ্ধে তুলি ৷ কভক্ষণ পরে বিপ্ৰ হইলেন স্থির। দূরে গেল ব্যাধি হৈল নিৰ্ম্মল শরীর ॥ বিপ্রচিত্তে হৈল প্রেমভক্তির উদয় । ব্যাধি ভাল হৈল ইথে মনে বিচারয় ॥ বাধি দেহে থাকিলে হইত উপকার । না জানিয়ে পাছে বা জন্ময়ে অহঙ্কার ॥ ঐছে মনে করে বিপ্র ভক্তি প্রভাবেতে । হইয়া বৈষ্ণব নিজ গোষ্ঠীর সহিতে ॥ ঐনরোত্তম-বিলাস । 2 o S এ সকল কথা হৈল সৰ্ব্বত্রে প্রচার। ব্রাহ্মণগণের ভয় বাড়িল অপর ॥ কেহ কর প্রতি কহে হও সাবধান । শ্ৰীনরোত্তমেরে না করিও শূদ্রজ্ঞান ॥ কেহ কহে মন্ত হৈয়া বিপ্র অহঙ্কারে । নরোত্তম হেন রত্ন নারি চিনিবারে ॥ কেহ কহে নরোত্তম কৃপার আলয়। নিজগুণে কৃপা করি নাশে ভবভয় ॥ কেহ কহে নরোত্তমের গুণগানে । অধম উত্তম হৈল দেখিল নয়নে। নরোত্তম গুণের সমুদ্র কেহ কহে। এত গুণ মনুষ্যে সম্ভব কভু নহে ॥ কেহ কহে এ কেবল মনুষ্য আকার । জীব উদ্ধারিতে ঈশ্বরাংশ অবতার ॥ ঐছে বহু কহি বৃদ্ধ বিপ্র গুণবান। নিজ নিজ গোষ্ঠীগণে কৈলা সাবধান ॥ ঐনরোত্তমের গুণ গায় অবিরত। নরোত্তম চেষ্ট যৈছে কি কহিব কত । মধ্যে মধ্যে জগজিগ্রাম গিয়া মহাশয় । আচার্য্যের সহ যৈছে সুখে বিলসয় । যৈছে বীর হান্ধীরের সহিতে মিলন। ভক্তিরত্নাকর গ্রন্থে হইল বর্ণন ॥ নিরন্তর এ সব শুনহ যত্ন করি । নরোত্তম-বিলাস কহয়ে নরহরি ॥ ইতি শ্ৰীনরোত্তমবিলাসে নবমোবিলাসঃ ।