পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম-বিলাস । כי • כי জীবহিংসা করিতে র্তাহার নাহি ভয় ৷ | লোটাইয় পড়ে দোহে দোহার চরণে । এ কৰ্ম্ম করিলে স্বর্গ ভোগ সে জানয় ॥ | দোহে মহাশক্তি সঞ্চারিল দুইজনে ॥ এত কহি নিজ লোকে কহে ডাক দিয়া ৷ | রাধাকৃষ্ণ চৈতন্ত চরণে সমৰ্পিয়া । পদ্মাপার যাহ সভে ছাগাদি ছাড়িয়া : জানাইল শ্ৰীভক্তি সিদ্ধান্ত হৰ্ষ হৈয়া ॥ হরিরাম আচার্য্যের বচন প্রমাণে । হরিরাম রামকৃষ্ণ দুই সহোদর। ছাগাদিক ছাড়িয়া দিলেন সেইখানে ॥ | প্রেমভক্তি রসে মত্ত হৈলা নিরন্তর ॥ গেলেন সকল লোক পদ্মাবতী পার। বিজয় দশমী পর একাদশী দিনে । এ দোহার আগে দোহে করে পরিহার ॥ | হইলা বিদায় গিয়া প্রভুর প্রাঙ্গণে ॥ ছাগাদি কিনিতে এখা আইলু শুভক্ষণে। দুহে নিজ ইষ্টপদ ধূলি লৈয় মাথে। ঘুচিল অজ্ঞানতম এ পদ দর্শনে ॥ খেতরি হইতে আইলা গোয়াস গ্রামেতে ॥ এবে এই বিপ্রধাম কর অঙ্গীকার। বলরাম কবিরাজ সহ দেখা হৈল। খুচুক জগতে যশ তোমা দোহাকার। তার ঘরে গিয়া সেই রাত্রি বাস কৈল । এত কহি মহীতলে পড়ি প্রণমিলা । আপন বৃত্তান্ত র্তারে সকল জানাই। নয়নের জলে অতিশয় সিক্ত হৈলা ॥ দেখিয়া ব্যাকুল দোহে করুণা বাঢ়িল। দুহু দোহে আলিঙ্গন করি স্থির কৈল ॥ পদ্মাবতী স্নান করি দেহে দোহ লৈয়া । প্রভুর আলয়ে গেল উল্লসিত হৈয়া ॥ সৰ্ব্ব সুমঙ্গল সে দিবস শাস্ত্রমতে । বিষয়ে প্রবল অনুরাগ বৃদ্ধ চিত্তে ॥ হরিরাম আচার্য্য ঐকবিরাজ স্থানে । করিলেন মন্ত্রদীক্ষা অতি সাবধানে ॥ রামকৃষ্ণ আচার্ষ্যে ঠাকুর মহাশয়। দিলা মন্ত্রদীক্ষা হৈল উল্লাস হৃদয় ॥ হরিরাম রামকৃষ্ণ অতি ভাগ্যবান । রামচন্দ্র নরোত্তমে হৈল এক জ্ঞান ৷ শুনিলেন সকল বৃত্তাস্ত র্তার ঠাঞি ॥ পিতাসহ সাক্ষাৎ হইল প্রাতঃকালে । শিবাই দেখিয়া পুত্র অগ্নি হেন জলে। তথা লোক সঙ্গট সভারে শুনাইয়া । পুত্র প্রতি কহে মহাক্রোধে পূর্ণ হৈয়। ওরে মূর্থ কহ দেখি কোন শাস্ত্রে কয়। ব্রাহ্মণ হইতে কি বৈষ্ণব বড় হয় ৷ ভগবতী নিগ্ৰহ করিলা এতদিনে । বৃথাই জীবন তোর ভগবতী বিনে ॥ বিপ্রে শিষ্য কৈল সে বা কেমন বৈষ্ণব । পণ্ডিতের সমাজে করায় পরাভব ॥ করিব উচিত শাস্তি দুর্গায় কৃপায় । যেন হেন কাৰ্য্য কভু না করে এথায় ৷