পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> aు শ্ৰীনরোত্তম বিলাস । বসিয়া আছেন শ্ৰীঠাকুর মহাশয়। তার আগে আসি ভূমে পড়ি প্রণময়। অশ্রুযুক্ত হৈয় বিপ্র ব্যাকুল অন্তরে। কর যোড় করিয়া কহয়ে ধীরে ধীরে ॥ ভগবতী আজ্ঞ কৈলা আইলু তুয়া আগে । মোর ভাল মন্দ প্ৰভু তোমারে সে লাগে। দীক্ষা মন্ত্ৰ দিয়া মোরে করহ উদ্ধার। মে পপীর সৰ্ব্বস্ব এ চরণে তোমার ॥ মোর অল্প বুদ্ধি কিছু না জানি কহিতে। শুনি বিপ্রবাক্য দয়া উপজিল চিতে ॥ বিপ্ৰ শিষ্য করিলা ঠাকুর নরোত্তম। ভক্তিবলে হৈলা তেঁত পরম উত্তম ॥ ঐছে বহুজনে শিষ্য করে মহাশয়। কেহ শুনে সুখে কার শুনি দুঃখ হয় ৷ নরসিংহ নামে রাজা রহে দূরদেশে। ব্রহ্মণ পণ্ডিত বহু রহে তার পাশে | ক্রোধে বিপ্র রাজা প্রতি কহে বার বার। ধৰ্ম্ম লোপ হৈল কেহ না করে বিচার ॥ কৃষ্ণানন্দ দত্ত পুত্র নরোত্তম দাস । লইয়া বৈষ্ণব মত কৈল সৰ্ব্বনাস ॥ না জানিয়ে কিবা বা কুহক সেই জানে। অনায়াসে বিপ্ৰ শিষ্য হয় তার স্থানে । যদি কহ তার আছে শাস্ত্রে অধিকার ৷ সে কেবল মুর্গ প্রতি মিথ্যা অহঙ্কার ॥ মো সভার আগে কি তাহার বাক্যস্কুরে। করহ গমন শীঘ্ৰ লৈয়া মো সভারে। SAS SAMMAAA AAAA AAAASASASS দেখিবে কৌতুক এক আমার ত্রাসেতে। ভাব কালি লৈয়া সে পালাবে সেথ হৈতে সকল দেশেতে হৈবে তোমার সুখ্যাতি । তোমা দ্বারে রহিবেক ব্রাহ্মণের জাতি ॥ রাজ দণ্ডকৰ্ত্ত যাতে ঈশ্বরের অংশ। নহিলে হইবে বহু বিপ্রজাতি ধ্বংস । শুনি রাজা নরসিংহ করিলা গমন । চলিল রজার সঙ্গে রূপনারায়ণ ॥ অধ্যাপকগণ বহু পুস্তক লইয়া । মহাদপ করি চলে উল্লাসিত হৈয়া ॥ খেতরি নিকট গ্রাম কুমরপুরেতে। তথা আইলেন রাজা বহু লোক সাতে ॥ এথ রাজ গমন শুনিয়া মহাশয় । রামচন্দ্র প্রতি অতি ধীরে ধীরে কয় ॥ করিতে হইবে চর্চা অধ্যাপক সনে । হইব ভজন বাদ বিচারিনু মনে । শ্ৰীমহাশয়ের ঐছে বচন শুনিয়া । রামচন্দ্র কবিরাজ কহেন হাসিয় ॥ অনায়াসে দর্পচূর্ণ হবে তা সভার। পশ্চাৎ পড়িব আসি চরণে তোমার ॥ এত কহি রামচন্দ্র গঙ্গানারায়ণ । চলয়ে কুমরপুর গ্রামে দুই জন ॥ কুমার বারুই দোহে হইলেন পথে। কেহ পান কেহ হাড়ী লইলেন মাথে } কুমরপুরেতে প্রবেশিয়া বিক্ৰী স্থানে । দোকান পাতিয়া বসিলেন দুই জনে ॥