পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । ১২৭ দেখি অতি পামর মোরে না উপেক্ষিবা । ] দেখিব কি ঐছে গণসহ গৌররায় । মোর অভিলাষ পূর্ণ অবগু করিব ॥ এত কহি ভাসে দুই নেত্রের ধারায় ॥ ঐছে কত কহিয়া নারয়ে স্থির হৈতে। ] কে বুঝিতে পারে মহাশয়ের চরিত। পুনঃ বিলপয়ে কৃপা করছে ললিতে ॥ দিনে দিনে বাঢ়য়ে উদ্বেগ বিপরীত ॥ ঐবিশাখ মুচিত্রা শ্ৰীচম্পক লতিকা । শ্ৰীমহাশয়ের ঐছে চেষ্টা নিরখিয়া । ৰঙ্গদেবী মুদেবী পরম গুণাধিকা ॥ শ্রীরাধাবল্পভের ব্যাকুল হয় হিয়া ॥ তুঙ্গবিদ্যা ইন্দুলেখা সখী সুচতুরী। ঐছে পরস্পর সভে ভাবে মনে মনে । জীরূপমঞ্জরী রতি মুঞ্জরী কস্তরী ॥ মহাশয় যত্নে স্থির করে প্রিয়গণে ॥ লবঙ্গ মুঞ্জরী মুঞ্জলালী সৰ্ব্বজনে । কে বুঝে সে মনোবৃত্তি প্রিয়গণ লৈয়া । রাখ মোরে শ্রীরাধিক চরণ সেবনে ॥ সদা নাম সংকীৰ্ত্তনে রহে মগ্ন হৈয় ৷ হে রাধিকে কৃষ্ণ সে তোমার প্রাণেশ্বর। একদিন মহাশয় কহে প্রিয়গণে। ক্টর পাদপদ্ম সেবা দেহ নিরন্তর ॥ গঙ্গানারায়ণের বিলম্ব হৈল কেনে ॥ তোমা দোহা বসহিব রত্নসিংহাসনে । হেনকালে রামকৃষ্ণ গঙ্গানারায়ণ । নেত্ৰ ভরি দেখিৰ বেষ্টিত সর্থীগণে ॥ দোহে আইলা সঙ্গে সেই বিপ্র কথোজন ॥ সখীঙ্গিতে চামর ব্যজন করি সুখে । পড়িলেন শ্ৰীমহাশয়ের পদতলে। সমৰ্পিব তাম্বুল দোহার চান্দ মুখে ॥ ভক্তিরসে মগ্ন বিপ্ৰ ভাসে নেত্রজলে৷ হইৰ কি পুর্ণ এ মনের অভিলাষ । শ্ৰীঠাকুর মহাশয় করি অনুগ্রহ। এত কহি মহাশয় ছাড়ে দীর্ঘশ্বাস ॥ কথোজনে শিষ্য কৈলা দেখিয়া আগ্রহ ॥ কতক্ষণ মৌন ধরি রহে মহাশয় । মহাশয় প্রিয় গঙ্গানারায়ণ স্থানে । নবদ্বীপ লীলাগত হইল হৃদয় ॥ কৃপাকরি শিষ্য করাইল কথোজনে ॥ উৰ্দ্ধে দুই বাহু তুলি কহে বারবার। সভে গিয়া গৌরাঙ্গ প্রাঙ্গণে প্ৰণমিলা। দেখিব কি নেত্র ভরি গদীয়া বিহার ॥ ক্রমালাপ্রসাদ শ্ৰীপূজারী আনি দিল । চতুর্দিকে শ্ৰীবাসাদি প্রভুপ্রিয়গণ। ঐগোবিন কবিরাজ আদি বিজ্ঞগণ । সম্মুখে অদ্বৈত দেব ভুবন পাবন ॥ দেখি বিপ্র চেষ্ট হৈল উল্লসিত মন ॥ নিত্যানন্দ দক্ষিণে বামেতে গদাধর। শ্ৰীশঙ্কর ভট্টাচাৰ্য্য আদি বিপ্ৰ যত । মধ্যে বিলসির নবদ্বীপ সুধাকর ॥ দীন হৈয়া সে সভার পদে হৈলা নত ॥