পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । ર૭ মথুরায় গিয়া সভে কৈলা রাত্রিবাস হায় হায় কি হইল দৈব আমার। মথুরাবাসীর হৈল পরম উল্লাস ॥ কোন মহাশয়ে দুঃখ দিলু মুঞি ছার ॥ প্রাতঃকালে বিদায় সময়ে হৈল যাহা । [ যদি মোর ভাগ্যে হয় তার দরশন। কোটি কোটি মুখেও বণিতে নারি তাহা । । তবে গ্রন্থ রত্ব দিয়া লইলু শরণ ॥ খ্ৰীনিবাস নরোত্তম শ্রামানন্দ তিনে ঐছে কত কহে রাজ বসিয়া বিরলে। শ্ৰীগৌড়মণ্ডল প্রাপ্ত হৈলা কথো দিনে ॥ এথা গ্রন্থ চরি হৈলে জাগিলা সকলে ॥ । বনপপে বনবিষ্ণুপুর সন্নিধানে। গ্রন্থ আদর্শনে হৈল যে দশা সভার। বনমধ্যে এক গ্রাম আইল সেই খানে ॥ তাহা এক মুখে কি বর্ণিব মুঞি ছার ॥t তথা সাবধানে বহু রাত্রি গোঙাইল । ভূমে আছাড়িয়া অঙ্গ কান্দে উচ্চৈঃস্বরে। প্রভু ইচ্ছামতে সভেনিদ্রাগত হইল ॥: কেহ কোনরূপে স্থির হইতে না পারে ॥ রাজা বীর হাম্বিরে কহিল কোন জন। | আচাৰ্য্য ঠাকুর কিছু ধৈর্য্যাবলম্বিয় । গাড়ী পূরি রত্ন লৈয়া আইল মগজন কহয়ে মধুর বাক্য সভা সম্বোধিয়া ॥ শুনি রাজ দম্বা শীঘ্ৰ প্রেরিয়া উল্লাসে। । সতর্কে দুর্গম পথ নিবিঘ্নে আইলু । ওস্থরত্বগণ আনাইলা অনায়াসে । এথা অকস্মাৎ সভে নিদ্রাগত হৈলু ॥ সম্পুটের মধ্যে গ্রন্থ না করি বহির । না জানিলু গ্রন্থ কেবা হরিল কখন। সম্পুট দর্শনে রাজা হুইলা অস্থির। ইথে বুঝি আছে কিছু গৃঢ় প্রয়োজন ॥ বারবার প্রগময়ে ভূমেতে পড়িয়া। রাজা এ বুঝিতে নারে যে করয়ে হিয়া ৷ রাজা কহে একি হৈল আমার অন্তরে। ন জানি কি রত্ন আছে সম্পট ভিতরে। ঐছে কত কহে রাজ নেত্ৰে বহে জল । ভক্তিদেবী দেখাইলা নানা সুমঙ্গল। রাজা বহু বিচার করিয়া মনে মনে । গ্রন্থের সম্পূট শীঘ্ৰ খুলিলা নির্জনে ॥ সম্পূটের মধ্যে দেখে গ্ৰন্থরত্বগণ । রাজা মহাখেদে কহে করিয়া ক্ৰন্দন ॥ শ্ৰীঠাকুর মহাশয় কহয়ে নিভৃতে। বুঝি এই ছলে কৃপা হৈবে এদেশেতে ॥ হেনকালে দৈববাণী হইল আকাশে। চিন্তা নাহি গ্ৰন্থপ্রাপ্তি হৈবে অনায়াসে। এথা কেহ আচার্য্যে কহয়ে ধীরে ধীরে। রাজার এ কার্য্য যাঙ্গ বন-বিষ্ণুপুরে। শুনি শ্ৰীনিবাসাচার্য সভা প্রবোধিয়া । বৃন্দাবনে লোক পাঠাইলা পত্রী দিয়া ॥ ঐঠাকুর মহাশয়ে মহাযত্ন করি। । পুনঃ পুনঃ কহে শীঘ্ৰ যাইতে খেতরি ॥