পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । و ج: এথা এ সকল কথা সংক্ষেপে কহিলু। ভত্তি-রত্নাকরগ্রন্থে ইহা বিস্তারিসু ॥ এবে কহি শুমানন্দ মনের উল্লাসে । শ্ৰীখেতরি হৈতে আইল ঐউৎকল দেশে ॥ শ্ৰীখেতরি হৈতে যে মনুষ্য সঙ্গে আইলা । সমাচার পত্রী দিয়া তারে পাঠাইলা ॥ এথা খেতরিতে শ্ৰীঠাকুর মহাশয় । শুiমানন্দ বিনা অতি উদ্বিগ্ন হৃদয় ॥ তার মন্ত-মঙ্গল সংবাদ পত্রী পাঞী। বন-বিষ্ণুপুরে শীঘ্ৰ দিলা পাঠাইয়া ॥ পত্রী পাঠে ঠাকুর পরমানন্দ মনে । নিজ পত্রী পাঠাইলা শ্রামানন্দ স্থানে ॥ ঐঠাকুর মহাশয়ে পত্রী পাঠাইল । পত্রী পাঠে মহাশয় মহাহৰ্ষ হৈলা ॥ পুনঃ মঙ্গশয় পত্রী পাঠাইল ত্বরিতে। নবদ্বীপে যাত্র কৈলা থেতরি হইতে ॥ প্রেমাবেশে পথে চলে মত্ত হস্তীপ্রায় । মুখ বক্ষঃ ভাসে দুই নেত্রের ধারায় ॥ যে দেখে বারেক শ্ৰীঠাকুর মহাশয়ে। সে নিৰ্ম্মল প্রেমভক্তি সমুদ্রে ভাসয়ে। ছড়িতে নারয় সঙ্গ শোভা নিরথিয় । গ্রামে গেলে লোক সব আইসে ধাইয়া ॥ নানা কথা কহি সভে করে নিরীক্ষণ । গ্রাম হৈতে গেলে মহাদুঃখী সৰ্ব্বজন ॥ ঐছে কিছু দিনে নবদ্বীপ পাশে গিয়া । করে মহাখেদ অতি ব্যাকুল হইয়া ॥ SAASAASAA AAASA SAA AA ASASASA AAA AAASS ওহে দয়াময় প্রভু দুঃখ ভুঞ্জাইতে । এ হেন সময়ে জন্মাইতে পৃথিবীতে। ' দেখিতে না পাইলু এই নদীয় বিহার। তথা কহিতেই নেত্ৰে বহে অশ্রুধার ॥ ধীরে ধীরে চলে দুঃখে ক্ৰন্দন করিয়া । দেখযে আশ্চর্য্য নবদ্বীপে প্রবেশিয়া ॥ প্রতি ঘরে ঘরে কিবা আনন্দমঙ্গল । নিরন্তর হরি হরি ধ্বনি কোলাহল ॥ কি নারী পুরুষ মহা মনের উল্লাসে। চতুর্দিক হৈতে চলে প্রভুর আবাসে। পরিকর সঙ্গ বিহরয়ে গৌররায় । সংকীৰ্ত্তন সুখের পাথার নদীয়ায় ॥ ঐছে কতক্ষণ দেপি দেখে তার পর। দুঃখের সমুদ্রে ভাসে নদীয়া নগর । কি দেখিলু কি দেখিলু বলে বারবার। চলিতে না পারে নেত্ৰে বহে অশ্রদ্ধার ॥ কতক্ষণে মনে বিচারিয়া মহাশয় । কথো দূরে গিয়া পুছে প্রভুর আলয় ॥ কেহ কেহ কান্দিয়া কহয়ে ষ্টেট মাথে । অই দেথ প্রভু বাট যাই এই পথে ॥ প্রভুর চলন দেখি কান্দে নরোত্তম। দুই নেত্রে ধারা বহে নদীধারী সম ॥ সেই পথে আইসে ব্রহ্মচারী শুক্লম্বর। নরোত্তমে দেখি হৈল ব্যাকুল অন্তর ॥ নরোত্তম প্ৰণমিলা পড়ি ভূমিতলে। দেহ পরিচয় বলি তেঁহে কৈলা কোলে।