পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস। SSASAS SS SAAAASAASAASAAAAASA SSASAS SS SS ఇ SAASAASAASAASAAMMAMAAASA SAASAASSAAAAAAS AAASASASS SSSS নীলাচল যাইতে কহিল সৰ্ব্বজনে। ঐনরোত্তমের এই শ্ৰীগৌড় ভ্রমণ । নরোত্তম প্রণমিলা সভার চরণে ॥ যে শুনে তাহার হয় বঞ্ছিত পূরণ । - - ੇਂਡ বিদায় হইয়া চলে কান্দিতে কান্দিতে । নিরন্তর এ সব শুনহ যত্ন করি । কান্দে সৰ্ব্ব ভক্ত অতিব্যাকুল স্নেহেতে ॥ - নরোত্তম বিলাস:কহয়ে নরহরি ॥ কগে দূর গিয়া স্থির হৈলা সৰ্ব্বজনে। নরোত্তমে স্থির করি আইলা নিজস্থানে ॥ ইতি হীনরোত্তম-বিলাসে তৃতীয়োবিলাসঃ । চতুর্থ বিলাস। জয় গেীর নিতানন্দাদ্বৈতগণ সন্ত । এ দীন দুর্থীরে প্রভু কর অনুগ্রহ ॥ জয় জয় কৃপার সমুদ শ্রোতাগণ । এবে যে কহিয়ে তাহী করছ শ্রবণ ৷ নীলাচলে চলে শ্ৰঠাকুরমহাশয়। চিন্তিতে চৈতন্ত লীলা ব্যাকুল হৃদয় ॥ যে পথে চৈতন্তচন্দ্র গেল নীলাচলে। প্রশংসি পথের ভাগ্য সেই পথে চলে ॥ যথা প্ৰভু বিশ্রাম করিল ভক্তসনে । তথা রাত্রি রহে সেই কথা আলাপনে ॥ পথস্থিত যে দেখিলা শ্ৰীচৈতন্তচান্দে । তারে দেখিতেই চিত্তে ধৈৰ্য্য নাহি বন্ধে ৷ তা সভার ভাগ্য প্রশংসিয়া বারে বার । চলয়ে সে সকলে করিয়া নমস্কার ॥ নরোত্তমে দেখি সভে হয় অনুরক্ত। সত্তে কহে ক্রিহে সেই চৈতন্তের ভক্ত। শ্ৰীকৃষ্ণচৈতন্ত প্ৰভু ভুবন পাবন । তার ভক্ত বিনা কেবা হইব এমন । আহি মরি কি সৌন্দৰ্য কি মধুর গতি । দেখি জুড়ায় নেত্ৰ কিবা প্রেমাতি । এত কহি লোক সব পাছে পাছে ধায়। নরোত্তমে প্রিয় বাক্যে করেন বিদায় ৷ যে স্তানে কৈলা প্ৰভু যে রঙ্গ প্রকাশ । তাহা লোকমুখে শুনি করি তথা বাস ॥ প্রাতঃকালে চলে তৈছে লোক চলে সাথে বরিতে নারে অতি ভিড় হয় পথে ॥ নিত্যানন্দ প্রভু যথা শ্ৰীদগু ভাঙ্গিল । তথা গিয়া প্রেমে মহাবিহবল হইলা ॥ যে প্রকারে হইল প্রভুর দণ্ডভঙ্গ । লোকমুখে শুনিলেন সে সব প্রসঙ্গ ॥ সে সকল লোকে করি অতি পুরস্কার। চলয়ে অদ্ভুত গতি নেত্ৰে অশ্রুধার. . .