পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তমবিলাস। ఛిసె এ সকল কথা সৰ্ব্বত্রেই ব্যক্ত হৈলা ॥ বিদায়ের কালে যৈছে হৈলা দুই জন । তাহা একমুখে কিছু না হয় বর্ণন ॥ ঐশুমানন্দের শিষ্য রসিক মুরারি। একভিতে রছি কানো নেত্রে বহে বারি। ঐঠাকুর মহাশয় অতিস্নেহ-ভরে । আলিঙ্গন করি বহু কৃপা কৈলা তারে ॥ শ্ৰীশ্ৰামানন্দের পদে যে লৈলা শরণ। র্তী সভারে যৈছে স্নেহ ন হয় বর্ণন ॥ ঐঠাকুর মহাশয় পানে চাঞ২ । সকলে বাকুল ভূমে পড়ে লোটাইয়া । লইয়া মস্তকে দুই চরণের ধুলি । মাথে হাত দিয়া সভে কান্দে ফুলি২ ॥ ইতি শ্ৰীনরোত্তম বিলাসে চতুর্থেবিলাস । পঞ্চম বিলাস। জয় গেীর নিত্যানন্দাদ্বৈতগণ সহ । শ্ৰীসরকার ঠাকুরের আলয় যাইতে । এ দীন দুর্থীরে প্রভু কর অনুগ্রহ ॥ নরোত্তমে দেখিয় গেলেন কেহ পথে । জয় জয় কৃপার সমুদ্র শ্রোতাগণ । ঠাকুরের আগে গিয়া কহে ধরি ধীরি। এবে যে কহিয়ে তাহ করহ শ্রবণ ॥ আইসে পুরুষ এক অপূৰ্ব্ব মাধুরী । , গৌড়দেশে প্রসিদ্ধ শ্ৰীখণ্ড নামে গ্রাম। | কিবা সে প্রেমের গতি চলে বা না চলে । , তথা আইলেন নরোত্তম গুণধাম ॥ গৌড়দেশে চলিলা ঠাকুর মহাশয়। স্থির হৈতে নারে দুই নেত্রে ধারা স্বয় | এথা শুমানন্দ কানো পড়িয়া ভূমিতে । করয়ে যতন কত নারে স্থির হৈতে ॥ কি অদ্ভূত চেষ্ট কিছু বুঝনে না যায়। নীলাচলে যাত্র কৈলা ব্যাকুল হিয়ায় । নীলাচলে চলে স্যামানন্দ প্রেমাবেশে । ঐঠাকুর মহাশয় আইলা গৌড়দেশে । নীলাচলে যাইতে শুামানন্দের যে রীত । ভক্তিরত্নাকর গ্রন্থে দেখ বিস্তারিত ৷ নিরন্তর এসব শুনহ যত্ন করি । নরোত্তম-বিলাস কহয়ে নরহরি ॥ চাহিয়া জীখণ্ড পানে ভাসে নেত্রজলে ৷