শ্ৰীনরোত্তম বিলাস । لاوه স্থানে স্থানে কদলী বৃক্ষের নাহি লেখা। । গৌরাঙ্গ বল্লবীকান্ত জীব্রজমোহন । নারিকেল ফলাদি পুষ্প আম্রশাখা । শ্ৰীকৃষ্ণ শ্রীরাধাকান্ত ঐরাধারমণ ॥ জলে পূর্ণ কলস শোভয়ে স্থানে স্থানে বসিলেন ঐছে ঐবিগ্রহ সিংহাসনে। এসব দেখিয়া গেল আচাৰ্য্য যেখানে । হইল আশ্চৰ্য্য শোভা প্রাণপ্রিয় সনে। নিবেদিলা সকল সুসজ্জ হৈল তথা । শুনিয়া আচাৰ্য্য গেলা শ্ৰীঈশ্বরী যথা ॥ র্তারে নিবেদিতে তেঁহো করিলা গমন । বসিলেন গিয়া যথা স্থান সঙ্গোপন । ঐআচাৰ্য্য সৰ্ব্ব মহান্তেরে নিবেদিতে। সভে গিয়া বসিলা প্রাঙ্গণে আসনেতে ॥ হইল অপূৰ্ব্ব শোভা জিনি চন্দ্ৰগণ । পরস্পর বাক্য-মুধা করে বরিষণ ॥ সভে অনুমতি দিলা আচাৰ্য্য ঠাকুরে। ঐবিগ্রহ গণাভিষেকাদি করিবারে । শ্ৰীআচার্য্য ঈশ্বরী আদির আজ্ঞা পাঞ । চলিলেন অতি দীন প্রায় প্রণমিঞা ॥ শ্ৰীমন্দিরে শ্ৰীবিগ্ৰহগণ আনাইলা । দেখিয়া আচার্য্য শোভা বিহ্বল হইলা ॥ লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া সহ নবদ্বীপ চান্দে। ধরিয়া হিয়ায় গুণ সঙরিয়া কন্দে ॥ কে বুঝিতে পারে এই আচাৰ্য্য অন্তর। কতক্ষণে স্থির হইলেন বিজ্ঞবর ॥ ঐরপ গোস্বামী কৃত গ্রন্থাদি বিধানে । করিলা সকল ক্রিয়া অতি সাবধানে ॥ স্বপ্নস্থলে প্ৰভু যে যে নাম জানাইল । অভিষেক কালে সব নাম স্পষ্ট হৈল। বিবিধ ভূষণেতে ভুষিত কলেবর। দেখিয় আচাৰ্য্য মহা আনন্দ অন্তর ॥ পূজা সমাধিয়া শীঘ্র আরতি করিল। পৃথক পৃথক করি ভোগ সমৰ্পিল । সে সকল সামগ্রী পরম চমৎকার। চব্ব চোষ্য লেহ পেয় বিবিধ প্রকার ॥ পরম আনন্দে ভুঞ্জিলেন প্রভুগণ । ভোগ সরাইল যত্নে রহি কতক্ষণ ॥ ভোগের প্রসাস্থিান ধুই শীঘ্ৰ করি। শ্ৰীমালাচন্দন সমর্পয়ে পাত্র ভরি ॥ চন্দন সহিত মালা প্রভুগলে দিলা । করিয়া বিভাগ কথে পৃথক রাখিল । পৃথক পৃথক পাত্রে শ্ৰীমালা চন্দন । সৰ্ব্ব মহান্তের আগে কৈলা সমর্পণ | সভে পরস্পর প্রেমাবেশে উল্লাসিত । শ্ৰীমাল চন্দনে সভে হৈল বিভূষিত। শ্ৰীবিগ্রহ ছয় করি একত্রে দর্শন। জয় জয় ধ্বনি করিলেন সব্বজন ॥ বাজয়ে বিবিধ বাষ্ঠ হৈল কোলাহল । যেন জগতের দূরে গেল অমঙ্গল ॥ এথা শ্ৰীঠাকুর মহাশয় সৰ্ব্বজন । অনুমতি দিলা আরম্ভিতে সঙ্কীৰ্ত্তন |
পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬৩
অবয়ব