পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইনরোত্তম-বিলাস । NA তদুপরি নব নব্য বৃদ্ধি ক্ষণে ক্ষণে । অমৃত অঙ্কুর যৈছে বাড়ে ঘনে ঘনে। অশ্রুত অদ্ভুত বাদ্য শুনি দেবগণ । গন্ধৰ্ব্ব কিন্নর সহ ব্যাপিলা গগন । পুষ্পবৃষ্টি করে অতি অধৈৰ্য্য হইয়া । অভিলাষ সাধয়ে মকুয্যে মিশাইয়া ॥ এথা সৰ্ব্বমহান্ত কহয়ে পরস্পরে। প্রভুর অদ্ভুত স্বষ্টি নরোত্তম দ্বারে ॥ হেন প্রেমময় বাস্ত কভু না শুনিলু । এ হেন গানের প্রথা কভু না দেখিলু ॥ , নরোত্তম কণ্ঠধ্বনি অমৃতের ধার। যে পিয়ে তাহার তৃষ্ণ বাঢ়ে অনিবার ॥ কি অদ্ভূত ভঙ্গ সব প্রকাশঙ্কেগানে। গন্ধৰ্ব্ব কিন্নর কি ইহার ভেদ জনে ॥ নবদ্বীপচন্দ্র প্রভু শ্ৰীশচীনন্দন। এই হেতু পূৰ্ব্বে বুঝি কৈলা আকর্ষণ । হইয়৷ অধীন প্রভু নরোত্তম-প্রেমে । গীতবাস্থ্য ভাণ্ডার সপিলা নরোত্তমে ॥ এতকহি নরোত্তমে করি আলিঙ্গন । উন্মত্ত হইয়া সবে করেন নৰ্ত্তন | কি অদ্ভুত আনন্দাশ্র সভার নয়নে। ঝলমল করে অঙ্গ ক্রমীলাচনানে ॥ নরোত্তম মত্ত হৈয়৷ গৌর গুণগায় । গণসহ অধৈৰ্য্য হইল গৌররায় ॥ নিত্যানন্দ অদ্বৈত শ্ৰীবাস গদাধর। মুরারি স্বরূপ হরিদাস বক্রেশ্বর ॥ জগদীশ গৌরীদাস আদি সভা লৈয় । হৈলা সৰ্ব্ব নয়ন গোচর হর্ষ হৈয়া ॥ " সভে আত্ম-বিস্মরিত হৈল সেই কালে । যেন নবদ্বীপে বিলসয়ে কুতুহলে। শ্ৰীঅচ্যুতানন্দ আদি করয়ে নৰ্ত্তন। র্তা সভা লইয়া নাচে শচীর নন্দন ॥ নিত্যানন্দ প্রভু মহা মনের উল্লাসে । করেন নৰ্ত্তন প্রিয় নরোত্তম পাশে ॥ প্রভু শ্ৰীঅদ্বৈত নাচে মহামত্ত হৈয়া । রামচন্দ্র শ্রামানন্দ আদি সভে লৈয়া ॥ নাচয়ে পণ্ডিত গদাধর প্রেমোল্লাসে । শ্ৰীনিবাস আচাৰ্য্য লৈয় প্রভু পাশে ॥ ঐছে মহারঙ্গে নাচে পণ্ডিত শ্ৰীবাস । ত্রগুপ্তমুরারি খ্রীস্বরূপ হরিদাস ৷ শ্ৰীমান পণ্ডিত ব্ৰহ্মচারী শুক্লাস্কর । বাসুদেব দত্ত ভ্ৰপণ্ডিত বক্রেশ্বর। । গদাধর দাস শ্ৰীমকুন্দ নরহরি। | গৌরীদাস পণ্ডিত নকুল ব্রহ্মচারী ॥ জগদীশ স্থৰ্য্যদাস আচার্য্য নন্দন । শ্ৰীনাথ মহেশ যদু খ্ৰীমধুসুদন । গোবিন্দু মাধব বাসুরায় রামানন্দ । ঐবিজয় ধনঞ্জয় দত্ত শ্ৰীমুকুন্দ ॥ সনাতন রূপ রঘুনাথ কাশীশ্বর। নাচয়ে অসংখ্য শ্ৰীপ্রভুর পরিকর ॥ নৃত্যভঙ্গী ভুবন মাদকমোদ ভরে। চরণ চালনে মহী টলমল করে ।