পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐনরোত্তম বিলাস । *: জাপনা মানিয়া ধন্ত কহে বারবার। ওহে ভাই যে দেখি এ মহামহোৎসব। এ হেন দর্শন কি হইবে পুনঃ আর ॥ দেবের চুল্লভ একি মনুষ্যে সম্ভব। এথা সকা মহান্ত ভোজন রঙ্গ সমাধিলা কেহ কহে মনুষ্য কহয়ে কোনজন। করি আচমন আদি আসনে বসিলা ॥ দেবতার পুজ্য এই চৈতন্তের গণ ॥ . প্রসাদি তাম্বুল নব্য বাটাতে হৈতে। কে কহে কি আর কহিব ওহে ভাই । করিলা ভক্ষণ সভে উল্লাসিত চিতে ॥ শ্ৰীচৈতন্ত্যগণের অসাধ্য কিছু নাই ॥ সৰা ক্র ভুঞ্জিতে পাছে ছিল যত জন । কেহ কহে ওহে ভাই দেখিলু সাক্ষাতে । ক্রমে ক্রমে তা সভার হইল ভোজন ৷ মাতাইলা পাষণ্ডীরে কৃষ্ণের কথাতে ৷ রামচন্দ্র গুণমানন্দ আদি যে যথায় । কেহ কহে ওহে সেই পাষণ্ডী সকল । ভুঞ্জিলেন সভে সৰ্ব্ব মহান্ত আজ্ঞায় ৷ আর ৰত বৈষ্ণব মণ্ডলী ঠাঞি ঠাঞি । তথা ষে ভুঞ্জিলা লোক তার অন্ত নাই ॥ এথা প্ৰভু প্রসাদান্ন ভুবন-পাবন। পরিবেশে পূজারী ভুঞ্জয়ে সৰ্ব্বজন ॥ উল্লাসে অসংখ্য লোক ভোজন করিয়া । জয় জয় ধ্বনি করে মহামত্ত হৈয় | চণ্ডালাদি পাইলেন পরম সম্মান । সকামতে সৰ্ব্বত্রে হৈল সমাধান ॥ আচাৰ্য ঠাকুর মহাশয় দুইজনে । সৰ্ব্বশেষে ভুঞ্জিলা পরমানন্দ মনে ॥ হৈল মহা-মহোৎসব প্রতি ঘরে ঘরে । সহস্ৰ বদন হৈলে নারি বর্ণিবারে । এ হেন আননা যে দেখিলা নেত্র ভরি। জন্মে জন্মে তাহার বালাই লৈয়া মরি ॥ স্থানে স্থানে লোক সব মনের উল্লাসে । কেহ কণর প্রতি কহে প্রেমের আবেশে | বৈষ্ণব উচ্ছিষ্ট খায়ু হইয়৷ বিহবল ৷ কেহ কহে পাষণ্ডী কহয়ে ঠাঞি ঠাঞি। অনুগ্রহ কর মোরে বৈষ্ণব গোসাঞি | কেহ কহে পাষণ্ডী সে ধূলায় লোটায়। উচ্চৈঃস্বরে কান্দি ফিরে গোরাগুণ গায় ॥ কেহ কহে পাষণ্ডীর হৈল পরিত্রাণ । এ সভার সম কেহ নাহি ভাগ্যবান। কেহ কহে যে পাষণ্ডী না আইল এথা । তা সভার কি হইবে ইথে পাই ব্যথা ॥ কেহ কহে পাষণ্ডী না রহিবেক আর । নরোত্তম কৃপালেশে হইবে উদ্ধার ॥ কেহ কহে ওহে ভাই তখনি কহিল। নরোত্তম হৈতে এই দেশ ধন্ত হৈল ॥ জয় জয় নরোত্তম অদ্ভুত বৈভব। যে কৃপায় দেখিলু এ মহামহোৎসব । ঐছে কত কহে লোক উল্লাস হৃদয়ে। তাহা না বর্ণিয়ে গ্রন্থ বাহুল্যের ভয়ে ॥