পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SAASA SAASAASAA AAASA SAASAA AAAA AAAASASASS ঐনরোত্তম-বিলাস । ፃፃ এথ প্রভু ইচ্ছামতে সভে ধৈর্য্য ধরি। পদ্মাবতী তীর হৈতে গেলেন খেতরি। আচাৰ্য্য ঠাকুর ক্রষ্ঠাকুর মহাশয় । শ্ৰামানন্দ আদি গেলা প্রভুর আলয় ॥ আচাৰ্য্য ঠাকুরে আসি কহেন পুজারী। এই কতক্ষণে স্নান করিলা ঈশ্বরী ॥ বিদায় হইয়া শ্ৰীমহান্তগণ গেলে । নির্জনে ছিলেন সিক্ত হৈয়া নেত্রজলে ॥ মাধব আচার্য আদি ধৈর্য্যাবলম্বিয়া । এতক্ষণে কৈলা স্নান আইলু দেখিয়া ৷ শুনিয়া আচার্য ধৈর্যা ধরিতে ন পারে। গেলেন ঈশ্বরী আগে ব্যাকুল অস্তরে । ; ঈশ্বরী হইয় অতি অধৈর্য হৃদয় । জিজ্ঞাসিতে আচার্য্য সংক্ষেপে নিবেদয় ॥ পদ্মাপার হৈয়া সভে গেলেন বুধরি । আইলু আমরা পদ্মাবতী স্নান করি। শুনি সে ঈশ্বরী আচার্য্যের পানে চায় । দেখয়ে আচাৰ্য্য দেহ চৈল শুষ্ক প্রায় ৷ এতেক বিচ্ছেদ দুঃখ না যায় সহন । , তাহে কালি হৈতে প্রায় নাহিক ভোজন৷ অন্ত এ সভার ভক্ষণের চেষ্ট নাই । ন জানি কি হয় পাছে ইথে ভয় পাই। আমি না ভুঞ্জাই তবে না হৈব ভোজন । ঐছে মনে করি কহে মধুর বচন । স্নান করি আইল অপরাহ্ল হৈল আসি । নাহিক ভোজন চেষ্টা ইথে দুঃখ বাসি। রুইয়া সভারে করি ধৈর্য্যাবলম্বন । আমার অঙ্গনে আজি করহ ভোজন ॥ ইহা শুনি আচাৰ্য্য কৃতাৰ্থ হেন মানে । আনাইলা নরোত্তম আদি সৰ্ব্বজনে ॥ সভাকার চেষ্টা দেথি ব্যাকুল ঈশ্বরী। কহিলা বাৎসল্যে যাহা কহিতে না পারি ॥ নৃসিংহ চৈতন্তে কহে মধুর বচনে । এ সভারে লৈয়া শীঘ্ৰ বৈসহ অঙ্গনে ॥ বসিলেন সভে চারু মণ্ডলীবন্ধনে। পত্র পরিবেশন করিলা কোন জনে ॥ কেহ আনি দিলা জল জলপাত্র ভরি। বিবিধ পক্কান্ন সভে দিলেন ঈশ্বরী ॥ ঈশ্বরীর আজ্ঞাতে ভুঞ্জয়ে সৰ্ব্বজন । ঈশ্বরীর হৈল মহা উল্লাসিত মন ॥ ছেন। পান নবনীত আদি সুমধুর। বারেবারে দেন সভে করিয়া প্রচুর । ভুঞ্জয়ে সকলে প্রেম উথলে হিয়ায়। ন জানে আনন্দে কিছু কেবা কত খায় । ভোজন করিয়া সভে কৈলা আচমন । পত্র উঠাইলা আচার্য্যের ভৃত্যগণ ॥ & পত্রাদি লইয়া সভে গেলা অন্তস্থানে । পত্র শেষ ভুঞ্জি তৃপ্ত হৈলা সৰ্ব্ব জনে ॥ আচার্যাদি সভে ঈশ্বরীর আজ্ঞা লৈয়া। প্রভুর প্রাঙ্গণে গেল উল্লাসিত হৈয়া ॥ প্রসাদি তাম্বল কেহ যত্নে আনি দিল । করিয়া ভক্ষণ সভে অন্য গৃহে গেলা ॥