পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tr२ Bনরোত্তম বিলাস । সন্তেষ রায়ের মনে অভিলাষ যাহা । আপনার জানিয়া করিবে পূর্ণ তাহা । আচার্য্যের বাক্যামৃতে সভে সিক্ত হৈলা । উত্থাপন আরতি দেখিয়া বাস আইলা ॥ শ্ৰীসন্তোষ রায় গিয়া তা সভার পাশে । করিলা বিনয় বহু সুমধুর ভাষে । সত্তোষ বায়ের চেষ্টা দেখি সৰ্ব্বজন। হইল সভার মহা আনন্দিত মন ॥ শ্ৰীসন্তোষ তা সতীর অনুমতি মতে । প্রত্যেকে দিলেন বস্ত্র মুদ্রাদি যত্নেতে ॥ এথা সন্ধ্য আরতির হইল সময়। আইলেন লভে পুনঃ প্রভুর জ্বালয় ॥ করিলেন সন্ধ্য আরাত্রিক দরশন। হইল আরম্ভ চারু শ্ৰীনামকীৰ্ত্তন ॥ নামামৃত পানে অতি উল্লাসিত হৈল। শয়ন আরতি দেখি সতে বাস গেল। *निदान আচাৰ্য্যাদি প্রভুর প্রাঙ্গণে । , রছিলেন কতক্ষণ নিজ গোষ্ঠীসনে। প্রভুর প্রসঙ্গে কখে রাত্রি গোঙাইয়। শয়ন করিলা নিজ নিজ বাসা গিয় ॥ রজনী প্রভাতে আচাৰ্য্যাদি সৰ্ব্বজনে। আইলেন শ্ৰীমঙ্গল আরতি দর্শনে ॥ যে সব বৈষ্ণব দেশে করিব গমন । তাহারাও আলি কৈলা আরতি দর্শন ॥ স সন্ডে প্রভুর আগে হইলা বিদায় । , পুজারী দিলেন মালা প্রসাদ সভায় ॥ .یہ سیسہس۔یہ ہمی محسحم محہ পরম্পর হৈল যৈছে বিদায় সময়। তাহা দেখি দ্রব্যে কাষ্ঠ সমান হৃদয় ॥ চলিলেন সভে মহা অধৈৰ্য্য হইয়া । আচাৰ্য্যাদি রছিলেন পথপানে চাঞ ॥ ঐছে নানা দেশী লোক ব্যাকুল অন্তরে। চলয়ে খেতরি হৈতে চলিতে না পারে। বিশিষ্ট ব্রাহ্মণগণ গেলা নিজঘরে। মহোৎসব মহিমা কহিয়া পরস্পরে। আনন্দে বিদায় হইলেন বন্দীগণ । কৈলা কত মহা মহোৎসবের বর্ণন ॥ নানা বাদ্য বাদক গায়ক নৰ্ত্তকাদি । হৈলা বিদায় হৈল মুখের অবধি ॥ সহস্ৰ সহস্ৰ লোক যায় এক মেলে। কহিতে কীৰ্ত্তনানন্দ ভাসে নেত্রজলে ৷ দরিদ্র দুঃখিত মুখী হৈল সৰ্ব্বমতে। মহামহোৎসব কীৰ্ত্তি ব্যাপিল জগতে ॥ লোকযাত্রা দেখি কেহ কহে কণর প্রতি । লোকসংখ্যা করে ঐছে কাহার শকতি ॥ কেহ কহে দেখিলু লোকের অন্ত নাই। খেতরি গ্রামেতে কৈছে হইল সামাই ॥ হালিয়া কহয়ে কেহ অসম্ভব নয়। নরে*প্রভাবেতে কিবা নাহি হয় ৷ কেঙ্ক কহে নরোত্তম-প্রভাব প্রমাণ । নহিলে কি এ লোকের হয় সমাধান ॥ ঐছে কত কহে লোক সুমধুর ভাষে। মরোত্তম-গুণ গায় মনের উল্লাসে ॥