পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীনরোত্তম-বিলাস । শ্ৰীনিবাস আচার্য্যের নৃত্য দরশনে। মাইল দেবতাগণ চড়িয়া বিমানে ॥ গন্ধৰ্ব্ব কিন্নরগণ পরস্পর কয়। ঐছে নুত মসুযো সম্ভব কছু নয় ॥ কেহ কহে ঐছে নৃত্য নাহি দেবপুরে। এ নৃত্য সম্ভব মাত্র চৈতন্য কিঙ্করে | কেহু কহে নিরুপম গীত-বাস্ত যৈছে । ভুবনমঙ্গল নিরুপম নৃত্য তৈছে। এইরূপ কহে কত অধৈর্য্য হইয়া। দেখয়ে অদ্ভুত নৃত্য মকুযে মিশাএল ॥ বিবিধ প্রকার নৃত্য ভঙ্গী নিরথিয় । দেবগণ পুষ্পবৃষ্টি করে হৃষ্ট হৈয়। গীত-নৃত্য বান্তের মহিমা সভে গায়। ছাড়িয়া বিমান আসি মনুষ্যে মিশায় ॥ দেবতা মনুষ্য কেহ নারে স্থির তৈতে । সৰ্ব্ব চিত্ত হরে গীত-বাদ্য-নৰ্ত্তনেতে ॥ নাচয়ে আচাৰ্য আত্মবিস্মরিত হৈয়া। . নেত্রজলে ভাসে দেবীদাসে আলিঙ্গিয় ॥ দেবদাস খোল বায় বিবিধ প্রকারে। করে তাল পাট শুনি কেবা ধৈর্য্য ধরে। শ্ৰীগোকুল গায় বর্ণ-বিন্যাস মধুর। © হস্তাদি ভঙ্গীতে ভাব প্রকাশে প্রচুর ॥ ঐঠাকুর মহাশয় তারে করি কোলে । বোল বোল বলিয়া ভািসয়ে নেত্রজলে ৷ শ্রামীনন্দ ভাববেশে অধৈর্য চিয়ায় । হইলেম লিঙ্ক দুই নেত্রের ধারায় ॥ brt

  • - row"

রামচন্দ্র কবিরাজ আদি প্রেমাবেশে । সরধূলায় ধু হৈয় ফিরে চারি পাশে। স’কীৰ্ত্তনে সুখের সমুদ্ৰ উথলিল । বর্ণিতে নারিয়ে যে যে চমৎকার হৈল ॥ বাহ্যজ্ঞান নাহি করি কীৰ্ত্তন আবেশে । প্রভু ইচ্ছামতে স্থির হৈলা রাত্রি শেষে । ংকীৰ্ত্তন সমাধিয়া প্রভুর প্রাঙ্গণে । ধূলায় লোটায় অশ্র সভার নয়নে ॥ পরস্পর করি সভে দৃঢ় আলিঙ্গন। যথাযোগ্য প্রণময়ে সভে সৰ্ব্বজন ॥ নিজ নিজ বাসায় সকলে শীঘ্র গিয়া । করিয়া বিশ্রাম সারিলেন প্রাতঃক্রিয় ॥ শ্ৰীআচাৰ্য্য ঠাকুর লইয়া কখোজনে। গমন সজ্জায় আইলা প্রভুর প্রাঙ্গণে ॥ শ্ৰামানন্দ গণসহ সুসজ্জ হইয়া। আইলেন প্রভুর অঙ্গনে সভা লৈয়া ॥ নরোত্তম রামচন্দ্র বাকুল হৃদয় । সন্তেষাদি সহ আইলা প্রভুর আলয় ॥ আচাৰ্য্য গমন শুনি ব্যাকুল হইয়। খেতরি গ্রামের লোক আইলা ধাইয়া, প্রভুর প্রাঙ্গণে ভীড় হৈল অতিশয়। কি নারী পুরুষ সভে অধৈর্য্য হৃদয় ॥ আচীয়া ঠাকুর প্রভু পানেতে চাঙ্গিয় । চইতে বিদায় বিদরিয়া যায় হিয়৷ ৷ শ্ৰামানন্দ ভূমে এণমিয়া প্ৰভু আগে। হইল বিদায় কত কঠি অনুরাগে ॥