পাতা:শ্রীশ্রীনরোত্তমবিলাস.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীমরোত্তম-বিলাস । ঐগোবিন্দ কবিবাজ আদি সৰ্ব্বজন । ভূমে পড়ি বন্দিলেন গোস্বামী চরণ ॥ সভে অতি অনুগ্রহ করি তা সভারে। করিলেন আলিঙ্গন উল্লাস অন্তরে ॥ পরম্পর মিলনেতে হৈল যে প্রকার । গ্রন্থের বাহুল্য ভয়ে ন কৈল বিস্তার | শ্ৰীজীব গোস্বামী কত কহি সাবধানে । ঈশ্বরীরে চড়াইল মন্তযোর ঘানে ॥ শীঘ্র সভা লৈয় গেল নিভৃত বাসায় । ঈশ্বরী দর্শনে লোক চতুৰ্দ্দিগে ধায়। শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহন। তথা হুৈতে আইলা তার পরিকরগণ ৷ কেব৷ কি করয়ে কর স্মৃতি নাহি মনে । হইল কি অদ্ভুত আনন্দ বৃন্দাবনে ॥ সভাসহ হৈল স্থির ঈশ্বরী বাসায় । ভক্ষণ সামগ্রী সব আইল তথায় ॥ নানা ভীতি প্রসাদি পঙ্কল্প শীঘ্ৰ করি। ভুঞ্জাইয়া সভে কিছু ভুঞ্জিলা ঈশ্বরী। শ্ৰীগোপাল ভট্ট আদি উল্লাস হিয়ায় । নিজ নিজ বাসা গেলা হইয়া বিদায় ॥ গোবিনোর রাজভোগ আরতি দর্শনে । খ্ৰীজীব গোস্বামী গেলা সৰ্ব্বজনে ॥ ঐ জাহ্নবী ঈশ্বরী মন্দিরে এবেশিয় । হইল অধৈৰ্য্য রাধা-গোবিন্দ দেখিয়া ॥ শ্ৰীমাধবাচার্য্য আদি গোবিন্দু দর্শনে । চষ্টল বিহ্বল অশ্রু ঝরয়ে নয়নে ॥ ケ。 শ্ৰীগোবিন্দ আরাত্রিক করিলা দর্শন । মহাঁহৰ্ষে কৈল মহাপ্রসাদ সেবন ॥ তথা হৈতে আসি সভে বিশ্রাম করিলা । শ্রীজীব গোস্বামী হর্ষে নিজ বাসা গেলা ॥ অপরাহ্ন সময়ে শ্ৰীজাহ্নবী ঈশ্বরী। সভাসক্ত স্নান করিলেন শীঘ্ৰ করি ॥ মদনমোহন গোপীনাথলিয়ে গিয়।। করিলা দর্শন প্রেমে বিহ্বল হইয় ॥ ঐরাধ:বিনোদ আর শ্রীরাধারমণ । রাধাদামোদরের করিলা দরশন | এসব দর্শনে যৈছে ভাবের বিকার । তাঙ্গ একমূপে বর্ণিব মুঞি ছার। সঙ্গে যে তানিলা নানা বস্ব আভরণ । i সে সকল সৰ্ব্বত্রে করিলা সমর্পণ। ! শ্ৰীগোবিন্দ গোপীনাথ মদনমোহনে । কি বলিব যে আনন্দ প্রসাদ সেবনে । লোকনাথ আদি আগে কহিলেন সব। খেতরিতে হৈল যৈছে মহা মহোৎসব। যেরূপে আইল পথে তাহ জানাইল । শুনি সব গোস্বামীর আনন্দ হইল। গোস্বামী সকলে করি ধৈর্য্যাবলম্বন। নিজ নিজ বৃত্তান্ত করিলা নিবেদন ॥ শুনিয়া ঈশ্বরী অতি ব্যাকুল অন্তরে । মাধবাচার্যাদি ধৈর্য্য ধরিতে না পারে ॥ কতক্ষণে স্থির হৈয়া কহে সৰ্ব্বজন। গোবিন্দের কবা কিছু করা শ্রবণ |