পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষোড়শকল্প ] দক্ষিণেশ্বরেব দেবালয প্রতিষ্ঠাধ্যায়। ১১৫ কৈবৰ্ত্তেব অন্নাহাবে হেবি ক্ষুন্নমতি, কহিলেন সহোদরে, "গঙ্গাজলে দোষ হবে , গঙ্গাতটে সকলই বিহিত” । ৮৬৯ জিজ্ঞাসেন সহোদবে দেব গদাধব, “কি বিধি অনুসবণে, কৈবৰ্ত্ত দান গ্রহণে , প্রবৃত্তি হইল তব এবে” ? ৮৭০ শাস্ত্রবিধি অনুসাবে কৰ্ম্ম আচরণ, হেবি দেব শাস্ত্র বিধি, হৰষিত নিববধি . দেশাচাব বিধি না মানিল । ৮৭১ লোক শিক্ষা তবে তাব অপূর্ব ছলনা, দেশাচাব সংস্কণব, ভাঙ্গিবাবে অবতার, শাস্ত্রবিধি প্রধান গণিল । ৮৭২ শাস্ত্রে দেশাচাবে বহে কত মত ভেদ, শাস্ত্রেব বিধান যাহা, দেশাচাব নহে তাহা, শাস্ত্র মুল ভগবত বাণী । ৮৭৩ কৈবৰ্ত্তেব অন্নভোগ নহে দেশাচাব, শাস্ত্রেতে পৃথক বিধি, ভক্তি হৃদে থাকে যদি, দেব গ্রাহ্য নীচ অন্ন মানি । ৮৭৪