পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SR) শ্ৰীশ্রীরামকৃষ্ণ ভাগবত । মনে মনে আলোচিযা কহে রাসমণি, সুকৌশলী চিত্রকর, কেবা এই গদাধৱ ; হেরিবারে তারে চিত লয় । ৯৩৯ মধুর সন্তাষি তদা কহিল বাণীরে, ভট্টাচার্য্য সহোদর, ব্রহ্মচারী গদাপ্রক্স , দেবভাবে পূরিত হৃদয় । ৯৩১ অতি স্বকোমল তনু সুঠাম সুন্দর, তেজঃপুঞ্জ কলেবৰ, দেবোপম মনোহর, উস্তাসিত রহে দেবালয। ৯৩২ মথুর কহিছে পুন করি অনুনয, হেন মম চিতে লয়, দেবতা জাগ্রত হয়, উার সম পূজক মিলিলে। ৯৩৩ হেরেছি সে সৌম্য মূৰ্ত্তি মন্দির প্রাঙ্গণে । নয়নের ভাব কিব', রক্ত জবা সম আভা , বহে প্রেম নয়ন সলিলে । ৯৩৪ যখন হেরিনু তায় মন্দিব চত্বরে, সস্তাষিতে র্তার সনে, কতবার মনে মনে, ভেবেছি, কহিব কত তা’য় । ৯৩৫