পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३२. শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত । পুত্ররূপী গদাধর কহে “শুন দ্বিজবর ! পালিবারে না কর ভাবনা ?” ১৪০ ইহা কহি দ্বিজবরে বসে তার অঙ্কোপরে ; আনন্দে বিহবল ক্ষুদিবাম। ১৪১ সহসা পুলক গাত্রে ধারা বহে দুই নেত্ৰে ; প্রেমে মাতোয়ার অবিরাম । ১৪২ পুষ্প রাশি বৰিষণ করে যত দেবগণ ; দুন্দুভি বাজিল আকাশেতে। ১৪৩ মুমন্দ মলয বয় চৌদিক উৎসব ময় , জগত ভাসিল আনন্দেতে । ১৪৪ নিদ্রাভঙ্গে শিহরিল সুখ স্বপ্ন মিলাইল ; আনন্দে ভাসিল মন প্রাণ। ১৪৫ মুখে জয গদাধব । পব ব্রহ্ম পরাৎপর ; দীনহীনে কব প্রভু ত্রাণ। ১৪৬ নিজ শয্যা পবিহরি চলে বিপ্ৰ বিষ্ণু স্মরি, করিবারে স্নান পুণ্য তোয়ে। ১৪৭ নিৰ্ম্মল পূত সলিলে স্বান করি কুতুহলে ; উঠে বিপ্র সন্ধ্য সমাপিযে। ১৪৮ পরিধিয়৷ পট্ট বাস স্বন্ধেতে উত্তরি বাস ; গলে দোলে তুলসীর মালা। ১৪৯ শেফালিকা কুরুবক দ্রোণপুষ্প মৃচম্পক ; তুলসী চন্দন ভরি ডালা। ১৫০ পশিয়া বিষ্ণু মন্দিবে বাখি পুজা উপচাবে, বসে বিপ্র সুন্দর আসনে । ১৫১ সর্জরস সুবাসিত ধূপবাসে আমোদিত, পূজে দেব কপুর চন্দনে। ১৫২