পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ඵ8 শ্ৰীশ্রীরামকৃঞ্চভাগবত । নাডী-চ্ছেদ আদি জগত কৰ্ম্ম শেষে, স্বাপিয়া বালকে ধান্য দূর্বাশিষে, বরি পিতৃবৰ মঙ্গল আশিষে দিল রঘুবীরে রক্ষণব ভাব । ২৪৯ পল্লী জনে শুনি অপূর্ব কাহিনী, আইল ধাইযা যতেক কামিনী, মঙ্গলসূচক দেয হুলুধ্বনি, ভাসে পুরবাসী মুখে অপার। ২৫০ আর একদিন প্রভাতি তপনে, চন্দ্রমণি রহে বসিযা বিজনে, চারু অঙ্কে ল’যে আপন সন্তানে, সর্ষপ তৈলেতে শ্ৰীঅঙ্গ মাখি। ২৫১ রবিব কিরণ মেঘজালে ছায, ভাতিল কুমাব উজ্জ্বল প্রভায, যেন রবি লাজে হ’ল স্নান প্রায, লুকাইল দেহ মেঘেতে ঢাকি। ২৫২ সহসা জননী সন্তানেব ভারে, অবনত যথা তরু ফল-ভাবে, গিরিশৃঙ্গ যেন কদম উপরে, কাষ্ঠ পীঠাসনে বালকে রাখে। ২৫৩ সহিতে কি পারে কাষ্ঠেব আসন ? জননী না পারে যে ভারবহন, ধবিত্ৰী কম্পিত সে ভারে তখন, কৃপায় সে ধন ঘলীর” বুকে। ২৫৪

  • ২৫৪। খাত্রীর গৰ্ব্ব বৃদ্ধি করিবাৰ মানসে শ্ৰীশ্ৰীঠাকুরের বিশ্বস্তর মূৰ্ত্তিধারণ।