পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 * শ্ৰীশ্রীরামকৃষ্ণভাগবত। ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন যে চরণে, রঞ্জিত যে পদ রকত বরণে, যে পদ-সরোজ ধ্যানে মুনিগণে, পূজিতে সে পদ যাচি গে। তাই। ২৮৫ অতি ভাগ্য বলে পেযেছি সন্ধান, পাই স্বৰ্গ স্থখ হেরে সে ব্যান, তারে হেরি যবে হয ইষ্ট ধ্যান, হৃদযে মূতি জাগে সদাই”। ২৮৬ গোলোকের বাণী শুনি চন্দ্রমণি, নেহারে হৃদযে সেই গুণমণি, স্বপনে যে রূপ হেবেছে রমণী, বিশ্ব বিমোহন জ্যোতি স্বরূপ। ২৮৭ যোগেতে যেমন স্তিমিত নযন, আধ বিস্ফারিত আধ নির্মীলন, তেমতি সে বীপে চিত নিমগন, ভাসে চিদাকাশে বিমল কাপ। ২৮৮ কপের সাগরে মানস ডুবিল, জীব আবরণ অমনি টুটিল, বিমল অমল কিরণ ভাতিল, অবিদ্যা তমসা কোথা লুকায। ২৮৯ মায়ামোহ পুন মরীচিকা প্রায়, আবার মানসে সমুদিত হয, আবার সংসার শাস্তির অালয়— বলিয়া হৃদয়ে হয় উদয৷ ২৯০