পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ শ্ৰীশ্ৰীবামকৃষ্ণভাগবত । বিভুব চরণ যেই ভাবে স্থূল, সহজে বিষযে হয তাব ভুল, পায সে ভবাণবের কুল , হেবে সে হৃদযে জগত মূল। ৩২০ চারি বৎসবেতে শিশু উপনীত, তখন তাহার জ্ঞান উন্মেষিত, সাধু সন্ন্যাসীতে সদারত চিত, সাধু সহবাসে প্রীতি সদাই । ৩২১ এক দিন মাতা দেন সাজাইযে, মনোমত সাজে আপন গদান্ত্রে, স্বলম্বিত বেণী পৃষ্ঠেতে দোলাযে, নব পীত বাসে শোভে পদাই । ৩২২ দোলে রত্ন ভুল শ্রবণ যুগলে, রজত মেখলা কটিতটে দোলে, অলকা তিলক সুশোভিত ভালে, সুবৰ্ণ বলয কোমল করে। ৩২৩ চলিল গদাই হেলিতে দুলিতে, মোহিযা সকলে নযন ভঙ্গীতে, আাধ আধ ভাসে গাহিতে গাহিতে, অতিথি আলিযে প্রবেশ কবে । ৩২৪ সন্ন্যাসীব সনে মিলিল পদাই, মধুৰ সঙ্গীতে মোহিল সবাই, দেবতা প্রসাদ লয কোন ঠাই ; কেহ বা ভজনে তোষিল তায় ৷ ৩২৫ ৩২• । লাছাতে ব্ৰহ্ম জ্ঞানের অস্তিস দেখা যাইত ।