পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণভাগবত.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tb শ্ৰীশ্ৰীবামকৃষ্ণভাগবত । বানরের সঙ্গে খেলে কত বঙ্গে, যেন তারা অন্তরঙ্গ। ৪২৫ জননী ত্রসিতা সতত চিন্তিত, কিসে হয় খেলা ভঙ্গ। ৪২৬ ডাকি স্বতে কয অপরাহ হয, যেতে হবে বহু পথ ৷৷ ৪২৭ ...পাছে বা বানরে শিশু গদাধরে, লযে যায অন্য পথ। ৩২৮ মাভাব আদেশে আসিল অবশে, শকটেৰ সন্নিধান । ৪২৯ বানরের দল চলিল সকল, হয়ে সবে আগুযান । ৪৩৪ অৰ্ভক যেমতি বেডিয। প্রসূতি, আনন্দেতে নৃত্য করে। ৪৩১ গদান্ত্রে তেমন করিযা বেষ্টন, কপিদল খেলা করে ॥৩৩২ কপিসনে মেলা কপিসনে খেলা, হেবি চমকিত সবে । ৪৩৩ জয জয রাম । বলে অবিবাম, গদাধর উচ্চরবে। ৪৩৪ শিশু কোলে ল’যে শকটে উঠিযে, যায় মাভা পিত্রালযে । ৪৩৫ সঙ্গে দূর কত যায কপি যুথ, পরাঙ মুখ কছু নয। ৪৩৬ রাম নাম শুনি উল্লাসে আমনি, মাতিল কপির দল। ৪৩৭