পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। রাম, সুরেন্দ্র, মাষ্টার, রাখাল প্রভৃতি সঙ্গে । ৮৫ ঐ সব কথা বল্লুম। আমি বল্লাম, ছাখগা একটা বাড়ীতে আমরা গেলুম, —উনি আমায় নীচে বসালে—উপরে আপনি গেল ;–আধ ঘণ্ট। পরে এসে বল্লে, চল বাবা চল । সেজ গিন্নি যা হয় বুঝে নিলে। “মাড়েদের এক সরিক এখানকার গাছের ফল, কপি, গাড়ী করে বাড়ীতে চালান করে দিত । অন্য সরিকর জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বল্লুম । [ ত্রীরামকৃষ্ণকথামৃত, চতুর্থভাগ, দশমখণ্ড সমাপ্ত। ] ബജമ്മ =ള്ള. కాన్హాer ভাণ–এব=াদশ প্ৰণ্ড । nഞ്ഞ দক্ষিণেশ্বর মন্দিরে রাখাল, মাষ্টার, মণিলাল প্রভূতি সঙ্গে । প্রথম পরিচ্ছেদ । [ ঠাকুর অধৈৰ্য্য কেন ? মণি মল্লিকের প্রতি উপদেশ । ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নের সেবার পর একটু বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি মল্লিক বসিয়া আছেন । ঠাকুরের হাতে এখনও বাড় বাধা । মাষ্টার আসিয়া প্রণাম করিয়া মণি মল্লিকের নিকট মেঝেতে বসিলেন । আজ রবিবার, ১৩ ফাল্গুন, ১২৯০ সাল, কৃষ্ণা ত্রয়োদশী তিথি । শ্রীরামকৃষ্ণ ( মাস্টারের প্রতি ) ৷ কিসে করে এলে ? মাষ্টার । আজ্ঞা, আলমবাজার পর্য্যন্ত গাড়ী করে এসে ওখান থেকে হেঁটে এসেছি । মণি লাল। উঃ ! খুব ঘেমেছেন । শ্রীরামকৃষ্ণ (সহস্তে ) ৷ তাই ভাবি, আমার এ সব বাই নয় । তা না হলে ইংলিসম্যানর ( Englishman ) এত কষ্ট করে আসে ! ঠাকুর কেমন আছেন—হাত ভাঙ্গার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ । আমি এইটার জন্য এক এক বার অধৈর্য্য হই—একে দেখাই—আবার ওকে দেখাই—আর বলি, হাগা ভাল হবে কি ? “রাখাল চটে,—আমার অবস্থা বোঝে না । এক এক বার মনে করি