পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8や āşştoto [1884, 6th September শ্রীরামকৃষ্ণ । হরি হরি বলরে বীণে’ ঐটে একবার—হোক না । বৈষ্ণবচরণ গাইতেছেন—হরি হরি বলৱে বীণে ! শ্ৰীহরির চরণ বিনে পরম তত্ত্ব আর পাবিনে ॥ হরিনামে তাপ হরে, মুখে বল হরে কৃষ্ণ হরে, হরি যদি কৃপা করে তবে ভবে আর ভাবিনে । বীণে একবার হরি বল, হরি নাম বিনে নাহি সম্বল, দাস গোবিন্দ কয় দিন গেল, অকুলে যেন ভাসিনে ॥ [ ঠাকুরের মুহুমুহুঃ সমাধি ও নৃত্য। ] গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন —আহা ! আহা ! হরি হরি বল | এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইলেন । ভক্তের চতুৰ্দ্দিকে বসিয়া আছেন ও দর্শন করিতেছেন। ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে । কীৰ্ত্তনীয় ঐ গান সমাপ্ত করিয়া নূতন গান ধরিলেন । গান—শ্ৰীগৌরাঙ্গ সুন্দর নব নটবর, তপত কাঞ্চন কায় ! ৪৫পৃষ্ঠা। কীৰ্ত্তনীয়া যখন আঁখির দিচ্ছেন, ‘হরিপ্রেমের বন্যে ভেসে যায়,” ঠাকুর দণ্ডায়মান হইয়া নৃত্য করিতে লাগিলেন। আবার বসিয়া বাহু প্রসারিত করিয়া আঁখির দিতেছেন –( একবার হরি বল রে ) ঠাকুর অঁখির দিতে দিতে ভাবাবিষ্ট হইলেন ও হেঁট মস্তক হইয় সমাধিস্থ হইলেন। তাকিয়াট সম্মুখে। তাহার উপর শিরোদেশ ঢলিয়া পড়িয়াছে। কীৰ্ত্তনীয়া আবার গাইতেছেন— ‘হরিনাম বিনে আর কি ধন আছে সংসারে, বল মধাই মধুর স্বরে । হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হবে । গান—হরি বলে আমার গেীর নাচে। নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরির মাঝে । রাঙ্গাপায়ে সোণার নূপুর রুণু ঝুণু বাজে ॥ থেকে রে বাপ নরহরি থেকে গৌরের পাশে ।