পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ← শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | [1884, 19th September. গোস্বামী (বিনীত ভাবে)। আজ্ঞা, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ । তুমি যাই বল ;–অন্য লোকে ছাড়বে কেন ? “ব্রাহ্মণ, হাজার দোষ থাকুক—তবু ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, বোলে সকলের পূজনীয়। (মাষ্টারের প্রতি ) শঙ্খচিলের কথাটি বলত ! মাষ্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর আবার কথা কহিতেছেন— শ্রীরামকৃষ্ণ। বংশে মহাপুরুষ যদি জন্মে থাকেন তিনিই টেনে নেবেন—হাজার দোষ থাকুক। যখন গন্ধৰ্ব্ব কৌরবদের বন্দী করলে যুধিষ্টির গিয়ে তাদের মুক্ত করলেন। যে দুৰ্য্যোধন এত শক্রতা করেছে, যার জন্য যুধিষ্ঠিরের বনবাস হয়েছে তাকেই গিয়ে মুক্ত করলেন। “তা ছাড়া ভেকের আদর করতে হয়। ভেক দেখলে সত্য বস্তুর উদ্দীপন হয়। চৈতন্যদেব গাধাকে ভেক পরিয়ে সাষ্টাঙ্গ হয়েছিলেন । “শঙ্খচিলকে দেখলে প্রণাম করে কেন ? কংশ মারতে যাওয়াতে ভগবতী শঙ্খচিল হয়ে উড়ে গিছলেন। তা এখনও শঙ্খচিল দেখলে সকলে প্রণাম করে । পূর্বকথা—চাণকে কোয়ার সিং কর্তৃক ঠাকুরের পূজা। ঠাকুরের 3ts efé, Loyalty } “চানকের পণ্টনের ভিতর ইংরেজকে আসতে দেখে সেপাইরা সেলাম করলে । কোয়ার সিং আমায় বুঝিয়ে দিলে, ইংরাজের রাজ্য, তাই ইংরাজকে সেলাম করতে হয়’ ! গোস্বামীরকাছে সাম্প্রদায়িকতার নিন্দা। শাক্ত ও বৈষ্ণব । ] ত্রীরামকৃষ্ণ। শাক্তের তন্ত্রমত। বৈষ্ণবের পুরাণ মত। বৈষ্ণব যা সাধন করে তা প্রকাশে দোষ নাই । তান্ত্রিকের সব গোপন । তাই তান্ত্রিককে লব বোঝা যায় না । - ( গোস্বামীর প্রতি ) আপনার বেশ–কত জপ করেন, কত হরিনাম করেন । গোস্বামী (বিনীত ভাবে )—আজ্ঞা, আমরা আর কি করছি ! আমি অতি অধম । * * ঐীরামকৃষ্ণ ( সহাস্তে ) ৷ দীনতা ; আচ্ছা ও ত আছে। আর এক