পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२:४२ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1885, 1st September. দ্বিতীয় পরিচ্ছেদ । জন্মাষ্টমীদিবসে নরেন্দ্র, রাম, গিরীশ প্রভৃতি ভক্তসঙ্গে । বলরাম, মাষ্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পঞ্জাবী সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার ] আজ জন্মাষ্টমী, মঙ্গলবার। ১৭ই ভাদ্র ; ১লা সেপ্টেম্বর, ১৮৮৫ । ঠাকুর স্নান করিবেন। একটা ভক্ত তেল মাখাইয়া দিতেছেন । ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাষ্টার গঙ্গাস্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন । স্বানান্তে ঠাকুর গামছ পরিয়া দক্ষিণাস্ত হইয়া সেই বারান্দ হইতেই ঠাকুরদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী । রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন । ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন—বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলী । র্তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল । বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী। গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাট হইতে আনিয়াছেন । তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন,—তুমি ত খাবে না। শ্রীরামকৃষ্ণ । এই দ্যাখো, অসুখ হয়েছে। গোপালের মা। আমার অদৃষ্ট !—একটু হাতে করে ! ত্রীরামকৃষ্ণ । তুমি আশীৰ্ব্বাদ করে । গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন । ভক্তের মিছরি আনিয়াছেন । গোপালের মা বলিতেছেন, "এ মিছরি নবতে নিয়ে যাই । শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ‘এখানে ভক্তদের দিতে হয়। কে একশ বার চাইবে, এইখানেই থাক । বেলা এগারট। কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্ৰীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়।