পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ ।। শ্ৰীশ্ৰীরামকৃষ্ণকথামৃত । [ 1883, 18th June. = ਭੋ =੫੪ । ‘’ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটীর মহোৎসব-ক্ষেত্রে রাখাল, রাম, মাষ্টার, ভবনাথ প্রভৃতি ভক্তসঙ্গে । প্রথম পরিচ্ছেদ। [ ঠাকুর সঙ্কীর্তনানন্দে । ঠাকুর কি শ্ৰীগৌরাঙ্গ ? ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ পেনেটর মহোৎসব-ক্ষেত্রে বহুলোকসমাকীর্ণ রাজপথে সংকীৰ্ত্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা একটা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথি । ংকীৰ্ত্তনমধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়া দাড়াইতেছে । ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন ! কেহ কেহ ভাবিতেছে শ্ৰীগৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন । চতুর্দিকে হরিধ্বনি সমূদ্র-কল্লোলের স্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্প বৃষ্টি ও হরির লুট পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীৰ্ত্তন করিতে করিতে রাঘবমন্দিরাভিমুখে যাইতেছিলেন । এমন সময়ে ঠাকুর কোথা হইতে তীরবেগে আসিয়। ংকীৰ্ত্তনদলের মধ্যে অসিয়া নৃত্য করিতেছেন। এটি লাঘব পণ্ডিতের চিড়ার মহোৎসব। শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতিবর্ষে হইয়া থাকে। দাসন রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বর্ষে বর্ষে , করিয়াছিলেন। দাস বযুনাথকে নিতানন্দ বলিয়াছিলেন, ‘ওরে চোর, তুই বাড়ী থেকে কেবল পালিয়ে পালিয়ে আসিস্, আর চুরী করে প্রেম আস্বাদন করিস্—আমরা কেউ জানতে পারি না । আজ তোকে দণ্ড দিব, তুই চিড়ার মহোৎসব করে ভক্তদের সেবা কর।” - ঠাকুর প্রতিবৎসরই প্রায় আসেন, আজও এখানে রাম প্রভৃতি ভক্ত