পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশানের বাড়ি-ভক্তসঙ্গে নিমন্ত্রণে আগমন । ৯১ ৷ [ ঈশান নিলিপ্ত সংসারী-পরমহংস অবস্থা ] । ঈশানের বাড়ি, ঈশানের শ্বশুর ভক্ষেত্রনাথ চাটুয্যের বাড়ির । পূৰ্ব্বগায়ে । দুই বাড়ির মধ্যে আনাগোনার পথ আছে। চাটুয্যে । মহাশয়ের বাড়ির ফটকে ঠাকুর আসিয়া দাড়াইলেন । ঈশান সবান্ধবে ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিতে আসিয়াছেন । o ঠাকুর ঈশানকে বলিতেছেন, “তুমি যে সংসারে আছ, ঠিক পাকাল মাছের মত। পুকুরের পাকে সে থাকে, কিন্তু গায়ে পাক লাগে না। “এই মায়ার সংসারে বিদ্যা অবিদ্যা দুইই আছে। পরমহংস কাকে বলি ? যিনি হাসের মত দুধে জলে এক সঙ্গে থাকলেও জলটি ছেড়ে দুধটি নিতে পারেন ? পিপড়ের হায় বালিতে চিনিতে একসঙ্গে থাকলেও বালি ছেড়ে চিনিটুকু গ্রহণ করতে পারেন।” তৃতীয় পরিচ্ছেদ গ্রীরামকৃষ্ণের ধৰ্ম্মসমন্বয়—ঈশ্বরকোটির অপরাধ হয় না সন্ধ্যা হইয়াছে । ভক্ত শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর আসিয়াছেন । এখান হইতে তবে দক্ষিণেশ্বরে যাইবেন । রামের বৈঠকখানা ঘরটি আলো করিয়া ঠাকুর ভক্তসঙ্গে বসিয়া আছেন । শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামীর সঙ্গে কথা কহিতেছেন। গোস্বামীর বাড়ি ঐ পাড়াতেই। ঠাকুর তাহকে ভালবাসেন । তিনি রামের । বাড়িতে এলেই গোস্বামী আসিয়া প্রায়ই দেখা করেন।