পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরমন্দিরে পণ্ডিত শশধর প্রভৃতি সঙ্গে ১৩১ ৷ লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনার জনকে দেখলে গা চাটে । অপরকে গুতোয়।” ( সকলের হাস্য )। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন-ডাইলিউট । ( dilute) হয়ে গেছে একদিনেই!—দেখলে কেমন বিনয়ী—আর । সব কথা লয় । । . আষাঢ় শুরু সপ্তমী তিথি। পশ্চিমের বারান্দায় চাঁদের আলো । পড়িয়ছে। ঠাকুর সেখানে এখনও বসিয়া আছেন। মাষ্ট্রর প্রণাম । করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, “যাবে?” । মাষ্টার—আজ্ঞ, তবে আসি । . . . শ্রীরামকৃষ্ণ–একদিন মনে করেছি, সব্বায়ের বাড়ি এক একবার । করে যাবে,—তোমার ওখানে একবার যাবে,-কেমন? . মাষ্টার-আজ্ঞা, বেশ তো । -