পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্তমন্দিরে ২৮১ ৷ ছোট নরেন (হাসিতে হাসিতে )—তা আর কি হবে ? স্ত্রীরামকৃষ্ণ—ত বাপু তোমার অনিষ্ট হবে, অবসর হলে আসবে! - ঠাকুর যেন অভিমান করিয়া এই কথাগুলি বলিলেন । , পালকি আসিয়াছে। ঠাকুর খ্ৰীযুক্ত নন্দবস্তুর বাটতে যাইবেন। ঈশ্বরের নাম করিতে করিতে ঠাকুর পালকিতে উঠিতেছেন। পায়ে কালে বর্ণিশ করা চট জুতা, পরণে লাল ফিতাপাড় ধূতি, উত্তরীয় নাই। জুতা-জোড়াটি পালকির এক পাশে মণি রাখিলেন। পালকির সঙ্গে সঙ্গে মাষ্টার যাইতেছেন। ক্রমে পরেশ আসিয়া জুটলেন। নন্দ বসুর গেটের ভিতর পালকি প্রবেশ করিল। ক্রমে বাটীর সম্মুখে প্রশস্ত ভূমি পার হইয়া পালকি আসিয়া উপস্থিত হইল। গৃহস্বামীর আত্মীয়গণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর । মাষ্টারকে চটি জুতাজোড়াটি দিতে বলিলেন । পালকি হইতে অবতরণ করিয়া উপরে হলঘরে উপস্থিত হইলেন। অতি দীর্ঘ ও প্রশস্ত হলঘর ; দেবদেবীর ছবি ঘরের চতুর্দিকে। গৃহস্বামী ও র্তাহার ভ্রাতা পশুপতি ঠাকুরকে সম্ভাষণ করিলেন। ক্রমে পালকির পশ্চাৎ পশ্চাৎ আসিয়া ভক্তেরা এই হল-ঘরে জুটলেন। গিরিশের ভাই অতুল আসিয়াছেন। প্রসরের পিতা শ্রযুক্ত নন্দ বস্তুর বাটতে সদা সৰ্ব্বদা যাতায়াত করেন। তিনিও উপস্থিত আছেন।