পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্যামপুকুর বাটতে ভক্তসঙ্গে ঠাকুর রামকৃষ্ণ ৩-৭ । মাষ্টার—সাহেব উপমা দিয়েছে, যেমন সূর্য্যের দিকে চাওয়া যায় না, কিন্তু সূর্য্যের আলো যেখানে পড়ে, (Reflected rays) সে দিকে চাওয়া যায় । p. শ্রীরামকৃষ্ণ—বেশ কথা, আর কিছু আছে ? - মাষ্টার-আর এক জায়গায় ছিল, যথার্থ জ্ঞান হচ্ছে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ–এ তো খুব ভাল কথা। বিশ্বাস হলো ত সবই । হ’য়ে গেল । * মাষ্টার—সাহেব আবার স্বপন দেখেছিলেন—রোমানদের দেবদেবী । শ্রীরামকৃষ্ণ—এমন সব বই হয়েছে ? তিনিই ( ঈশ্বর ) সেখানে কাজ করছেন । আর কিছু কথা হ’লে ? [ শ্রীরামকৃষ্ণ ও জগতের উপকার’ বা কৰ্ম্মযোগ ] মাষ্টার-ওরা বলে, জগতের উপকার করবো। তাই আমি আপনার । কথা বললাম। : . . . . . শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—কি কথা ? মাষ্টার-শস্তু মল্লিকের কথা। সে আপনাকে বলেছিলো, ‘আমার । ইচ্ছা যে, টাকা দিয়ে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্সরী, স্কুল, এই সব ক'রে দিই ; হ’লে অনেকের উপকার হবে। আপনি তাকে যা বলেছিলেন, তাই বললুম, যদি ঈশ্বর সম্মুখে আসেন, তবে তুমি কি বলবে, আমাকে কতকগুলি হাসপাতাল, ডিসপেন্দ্র, স্কুল ক'রে দাও।” আর একটি কথা বললাম । শ্রীরামকৃষ্ণ—হ, থাক আলাদা আছে, যারা কৰ্ম্ম করতে আসে । আর কি কথা ? -" - মাষ্টার–বললাম, কালী দর্শন যদি উদ্দেশ্য হয়, তবে রাস্তায় :ে