পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভকালীপূজার দিবসে স্যামপুকুর বাটতে ভক্তসঙ্গে - শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটীর উপরের দক্ষিণের ঘরে দাড়াইয় আছেন। বেলা ৯টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোটা। মাষ্টার ঠাকুরের আদেশে ৩/সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন ; প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন । গ্রহণ করিবার সময় পাল্লুক খুলিয়াছেন। মাষ্টারকে বলিতেছেন, “বেশ প্রসাদ ” আজ শুক্রবার ; আশ্বিন অমাবস্যা, ৬ই নভেম্বর, ১৮৮৫ । আজ 9কালীপূজা । ঠাকুর মাষ্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের ৬সিদ্ধেশ্বরী কালীমাতাকে, পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে। মাষ্টার স্নান করিয়া নগ্নপদে সকালে পূজা দিয়া আবার নগ্নপদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। * ঠাকুরের আর একটি আদেশ । ‘রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে' । ডাক্তার সরকারকে দিতে হইবে। মাষ্টার বলিতেছেন, “এই বই আনিয়াছি। রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই “ শ্রীরামকৃষ্ণ বলিলেন, “এই গান সব ( ডাক্তারের ভিতর) ঢুকিয়ে দেবে।”