পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৩৩৮ ঐঞ্জরামকৃষ্ণকথামৃত—৩য় ভাগ [[ ১৮৮৫ ৬ই নভেম্বর গো—চুপ করিয়া রছিলেন। শ্রীরামকৃষ্ণ ( গো—প্রতি )—তুই কেন অমন করছিস্—আমি তোকে সন্তান অপেক্ষা ভালবাসি – τι “তুই চুপ কর না **এখন তোর সে ভাব নাই ।” ভক্তদের সহিত কথাবাৰ্ত্তার পর তাহার কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গো—কে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস । গো—আজ্ঞে না । ঠাকুর মাষ্টারকে বলিলেন, আজ কালীপূজা, কিছু পূজার আয়োজন করা ভাল । ওদের একবার বলে এস । পাকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি । মাষ্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ * ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ ২টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন। সঙ্গে অধ্যাপক নীলমণি । ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা ( মণীন্দ্র ), লাটু, মাষ্টার অনেকে । ঠাকুর সহাস্তবদন, ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন, “তোমার জন্য এই বই এসেছে।” ডাক্তারের হাতে মাষ্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন । ঠাকুরের আদেশক্রমে মাষ্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন,— গাল—মন কর কি তত্ত্ব তারে, যেন উন্মত্ত আধার ঘরে । গান—কে জানে কালী কেমন যড়দর্শনে না পায় দরশন । । গান—মন রে কৃষি কাজ জান না । গাল—আয় মন বেড়াতে যাবি । 尊