পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t 3. গিরিশের দিকে তাকাইয়া বলিতেছেন—“অনেক ঈশ্বরীয় রূপ দেখছি! তার মধ্যে এই রূপটিও (নিজের মূৰ্ত্তি ) দেখছি!” । দ্বিতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে পরদিন সকাল বেলা । আজ সোমবার ৩রা চৈত্র ১৫ই মাচ্চ, ১৮৮৬ r বেলা ৭টা ৮টা হইবে । ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে, কখনও ইসারা করিয়া, কথা কহিতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাষ্টার, লাটু, সিখির গোপাল প্রভৃতি । ভক্তদের মুখে কথা নাই, ঠাকুরের পূর্ববরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদগম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন । [ ঠাকুরের দর্শন, ঈশ্বর, জীব, জগৎ ] শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের দিকে তাকাইয়া, ভক্তদের প্রতি )—কি দেখছি জান ? তিনি সব হয়েছেন । মাতুষ আর যা জীব দেখছি, যেন চামড়ার সব তয়েরি—তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন ! যেমন একবার দেখেছিলাম—মোমের বাড়ি, বাগান, রাস্থ, মহিষ, গরু সব মোমের—সব এক জিনিসে তৈয়ারি । * * “দেখছি—সে-ই কামার, সে-ই বলি, সে-ই হাড়িকাট হয়েছে !” ঠাকুর কি বলিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন ? » ... ".