পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাশীপুর বাগানে সাঙ্গোপাঙ্গসঙ্গে শ্রীরামকৃষ্ণ ৩৬১ শ্রীরামকৃষ্ণ—যা বললুম সেই-ময় দেখলে কি আর কিছু দেখা যায় ? সংসার ফংসার আর কিছু দেখা যায়? · “তবে মনে ত্যাগ। এখানে যারা আসে, কেউ সংসারী নয়। কারু কারু একটু ইচ্ছা ছিল—মেয়েমানুষের সঙ্গে থাকা ( রাখাল, মাষ্টার প্রভৃতির ঈষৎ হাস্য )। সেই ইচ্ছাটুকু হয়ে গেল। [ নরেন্দ্র ও বীরভাব ] ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন— । -খুব । নরেন্দ্র ঠাকুরকে সহাস্তে বলিতেছেন, খুব কি ? : - শ্রীরামকৃষ্ণ (সহাস্তে )—খুব ত্যাগ হয়ে আসছে। S. নরেন্দ্র ও ভক্তেরা চুপ করয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ( ঠাকুরকে, সহাস্তে )—নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন,—“হা, আবার দেখছি অনেকে বুঝছে ! ( মাষ্টারের প্রতি ) না গা ?” মাষ্টার-আজ্ঞা হা । ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন । প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন—তারপর মণিকে দেখাইলেন ! রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন । {} রাখাল ( সহাস্তে, শ্রীরামকৃষ্ণের প্রতি )—আপনি বলছেন নরেন্দ্রের বীরভাব ? অার এর সখীভাব ? [ ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র (সহস্তে )—ইনি বেশী কথা কন না, আর লাজুক ; তাই । বুঝি বলছেন ।