পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐত্রগুরুদেব ঐপাদপদ্ম ভরস পূজা ও নিবেদন নমস্তে ভুবনেশাণি নমস্তে প্রণবাত্মকে । m সৰ্ব্ববেদান্তসংসিদ্ধে নমো হ্রা কারমূৰ্ত্তয়ে । l, - ... • আশ্বিনের মহামহোৎসব উপস্থিত—আমাদের নৈবেদ্য গ্রহণ কর। ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত, তৃতীয় ভাগ এবারের নৈবেদ্য। মা, তোমার আশীৰ্ব্বাদে শ্ৰীশ্ৰীকথামৃত প্রথমভাগের চতুর্থ সংস্করণ, দ্বিতীয় ভাগের দ্বিতীয় সংস্করণ ও তৃতীয় ভাগের প্রথম সংস্করণ প্রকাশিত হইল। আমরা করজোড়ে আবার প্রার্থনা করিতেছি যেন শ্ৰীশ্ৰীঠাকুরের শ্ৰীপাদপদ্ম ধ্যান করিয়া ও তাহার শ্ৰীমুখ-নিঃস্থত বেদান্ত কাব্য চিন্তা করিয়া—তাহার শ্রমুখের কথামৃত পান করিয়া—তাহার ভক্তসঙ্গে বিহার, অলৌকিক চরিত্র, স্মরণ মনন করিয়া দেশে দেশে ও সৰ্ব্বকালে তোমার সন্তানদের হৃদয়ে শাস্তি, আনন্দ, শ্ৰীপাদপদ্মে শুদ্ধা ভক্তি ও অন্তে পরমপদ লাভ হয় । * . . মা, ৮ঠাকুরের কথা ও র্তাহার ভক্তদের কথা একই । আজ আমরা ঈশ্বর লাভের জন্য নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য (১) চিন্তা করি। আবার ৬/বিদ্যাসাগর, শশধর, ডাক্তার সরকার প্রভৃতি পণ্ডিতদের প্রতি •র্তাহার আশ্বাসবাণী ও ভক্তিপথ প্রদর্শন চিন্তা করিব । যাহারা ‘আমি পাপী আমার কি আর উদ্ধার হইবে এইরূপ ভাবিতেছেন, তাহাদের (২) প্রতি অভয়বাণী যেন আমরা না ভুলি। আর ধৰ্ম্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই এই মঙ্গলবাণী (৩) যেন আমাদের মূল মন্ত্র হয়। দেবীপক্ষ, আশ্বিন একান্ত-শরণাগত,— $ర్నిd | তোমার প্রণত সস্তানগণ । هندی ,ه ۹ د (ه) دن د ,۹ ه د (ه) يا 98 (د)ي