পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১২ গ্রীরামকৃষ্ণকথামত—২য় ভাগ ( ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর অহঙ্কার কিরাপ জান ? জেন উচু ঢিপি, বটির জল জমে না, গড়িয়ে যায়। নীচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় ; তারপর গাছ হয় ; তারপর ফল হয়। [Love to all-छाजबानाब्र जइच्काब्र बाग्न-ऊटब श्रेथ्वब्र जाछ] “হাজরাকে তাই বলি, আমি বঝেছি, আর সব বোকা–এ বন্ধি করো না। সকলকে ভালবাসতে হয়। কেউ পর নয়। সবভূতেই সেই হরিই আছেন। তিনি ছাড়া কিছুই নাই। প্ৰহাদকে ঠাকুর বললেন, তুমি বর নাও। প্রহাদ বললেন, আপনার দশন পেয়েছি, আমার আর কিছু দরকার নাই। ঠাকুর ছাড়লেন না। তখন প্রহাদ বললেন, যদি বর দেবে, তবে এই বর দেও, আমায় যারা কস্ট দিয়েছে তাদের অপরাধ না হয়। “এর মানে এই যে, হরি একরাপে কট দিলেন। সেই লোকদের কট দিলে হরির কমট হয়।” ड्रडौब्र नब्रिटन्छ्न टैंोब्राश्रङ्कटक्द्र स्नाट्नान्ञान ७ छाज्रि विकाब्र [नबकिथा s४¢१-कालौर्भाग्मब्र थङिष्ठाब्र नब्र स्वानौणाशज मलनि ©, इजथाब्रौ] woশ্রীরামকৃষ্ণ—শ্ৰীমতীর প্রেমোন্মাদ । আবার ভক্তি-উন্মাদ আছে। যেমন হনুমানের। সীতা আগনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায় আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মত দেখেছিলাম। কালীবাড়ীর সবে প্রতিষ্ঠার পর। লোকে বললে, রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন। . এক পায়ে ছোড়া জনতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড়, অবিচারা। গঙ্গায় ডুব দিলে। তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো-- ক্ষেত্ৰীং ক্ষেত্ৰীং খট্রাঙ্গধারিণীং ইত্যাদি “কুকুরের কাছে গিয়ে কাণ ধরে তার উচ্ছিষ্ট খেলে—কুকুর কিছু বলে নাই। আমারও তখন এই অবস্থা আরম্মভ হয়েছে । আমি হৃদের গলা ধীরে বললাম, ওরে হৃদে, আমারও কি ঐ দশা হবে ? “আমার উন্মাদ অবস্থা! নারায়ণ শাস্ত্রী এসে দেখলে, একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি। তখন সে লোকদের কাছে বললে ওহ, উক্ষত হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নীচ জাতি, তার মাগ শাক রোধে পাঠাতো, আমি খেতুম।