পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ S8 ♚♛♚ब्राजक्लककथाबङ-२ब्र छाश [ s४४s, २४८° ८न¢*छ्रेभ्यब्र রাম—কেশব সেন বলতেন, ওঁর কাছে লোকে অত যায় কেন ? একদিন কুটন্স করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে। শ্রীরামকৃষ্ণ-কুটন্স করে কেন কামড়াব ? আমি ত লোকদের বলি, এও কর, ওও কর; সংসারও কর, ঈশ্বরকেও ডাক। সব ত্যাগ করতে বলি না। (সহস্যে) কেশব সেন একদিন লেকচার দিলে; বললে, “হে ঈশ্বর, এই কর, যেন আমরা ভক্তিনদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ-সাগরে গিয়ে পড়ি । মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম, একেবারে সবাই ডুব দিলে কি হবে! তা হলে এদের (মেয়েদের) দশা কি হবে ? এক একবার আড়ায় উঠো; আবার ডুব দিও, আবার উঠো ! কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজোগণী লোক বড় ভালবাসা। যাদের টাকাকড়ি মানসম্প্রম, খাব আছে। তা যদি হলো তবে হরিশ, নোটো ওদের ভালবাসি কেন ? নরেন্দ্রকে কেন ভালবাসি ? তার তো কলাপোড়া খাবার নন নাই! শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড় ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্যলীলা দেখিতে যাইবেন সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি, পঞ্চবটীর নিকট)—রাম সব রজোগণের কথা বলছে। এত বেশী দাম দিয়ে বসবার কি দরকার। ধক্সের টিকিট লইবার দরকার নাই ঠাকুর বলিতেছেন। झक्नुथ गिब्रट्झन झाज्रौबाणाटन फल्नर्मान्मटब्र-घैयुङ श्रट्इन्छ अथएट्याब्र टनबा শ্রীরামকৃষ্ণ শ্ৰীযন্ত মহেন্দু মাখয্যের গাড়ী করিয়া দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আসিতেছেন। রবিবার, ৬ই আশিবন, ২১শে সেপ্টেম্বর, ১৮৮৪; আশিবন শক্লো দ্বিতীয়া। বেলা ৫টা। গাড়ীর মধ্যে মহেন্দু মলখয্যে, মাস্টার ও আরও দ্য এক জন আছেন। একট যাইতে যাইতে ঈশ্বরচিন্তা করিতে করিতে ঠাকুর ভাবসমাধিতে মগ্ন হইলেন। অনেকক্ষণ পরে সমাধিভঙ্গ’ হইল। ঠাকুর বলিতেছেন, “হাজরা আবার আমায় শেখায়! শ্যালা!” কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, “আমি জল খাব।” বাহ্য জগতে মন নামাইবার জন্য ঠাকুর ঐ কথা প্রায়ই সমাধির পর বলিতেন। মহেন্দু মাখয্যে (মাস্টারের প্রতি)—তা হলে কিছল খাবার আনলে হয় না ?