পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS ガ গ্রীরামকৃষ্ণকথামত—২য় ভাগ । ১৮৮৪, ২১শে সেপ্টেম্বর छम्र निङानन्न ८शाँब्रछन्छ छम्न छबऊाब्रण । অনাথরাণ জীবপ্রাণ ভীতভয়বারণ ॥ যুগে যুগে রঙ্গ, নব লীলা নব রঙ্গ, নব তরঙ্গ নব প্রসওগ ধরাভার ধারণ । তাপহারী প্রেমবারি, বিতর রাসরসবিহারী, দীনআশ-কলষেনাশ দন্ট-রাসকারণ। স্তব শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবে বিভোর হইতেছেন। নৰম্বীপের গঙ্গাতীর—গঙ্গাস্নানের পর ব্রাহ্মণেরা, মেয়ে পরষ ঘাটে বসিয়া পজা করিতেছেন। নিমাই নৈবেদ্য কাড়িয়া খাইতেছেন। একজন ব্রাহ্মণ ভারী রেগে গেলেন, আর বললেন, আরে বেল্পিক! বিষ্ণপজোর নৈবিদি কেড়ে নিচ্ছিস-সবনাশ হবে তোর নিমাই তবুও কেড়ে নিলেন, আর পলায়ন করিতে উদ্যত হইলেন। অনেক মেয়েরা ছেলেটিকে বড় ভালবাসে। নিমাই চলে যাচ্ছে দেখে তাদের প্রাণে সইল না। তারা উচ্চৈস্বরে ডাকিতে লাগিল, নিমাই, ফিরে আয়; নিমাই ফিরে আয়। নিমাই শুনিলেন না। একজন নিমাইকে ফিরাইবার মহামন্ত্র জানিতেন । তিনি হাঁরবোল হরিবোল’ বলিতে লাগিলেন। অমনি নিমাই "হরিবোল’ হাঁরবোল’ বলিতে বলিতে ফিরিলেন। মণি ঠাকুরের কাছে বসিয়া আছেন। বলিতেছেন, আহা! - ঠাকুর আর সিথর থাকিতে পারলেন না। “আহা” বলিতে বলিতে মণির দিকে তাকাইয়া প্রেমাশ্র বিসঙ্জন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ (বাবরাম ও মাস্টারকে)—দেখ, যদি আমার ভাব কি সমাধি হয়, তোমরা গোলমাল করো না। ঐহিকেরা ঢং মনে করবে। নিমাই-এর উপনয়ন। নিমাই সন্ন্যাসী সাজিয়াছেন। শচী ও প্রতিবাসিনীগণ চতুদিকে দাঁড়াইয়া। নিমাই গান গাইয়া ভিক্ষা করিতেছেন— टुन ट्शा ख्का ८न । আমি নতন যোগী ফিরি কে’দে কে’দে। ওগো ব্ৰজবাসী তোদের ভালবাসি, ওগো তাইতো আসি, দেখ মা উপবাসী। দেখ মা বারে যোগী বলে “রাধে রাধে’ । বেলা গেল যেতে হবে ফিরে, একাকী থাকি মা যমুনাতীরে অখিনীরে মিশে নীরে, চলে ধীরে ধীরে ধারা মদ নাদে ।

  • .