পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^ (b श्लेष्टीब्राबक्लक्कथाबःख-२म्न छाण [ s४४s, ssद्दे अटक्कैबच्न একটা হাসিতে হাসিতে নারায়ণকে বলছেন, তুই একটা চামড়ার জামা কর, তাহলে মারলে লাগবে না। ’ ঠাকুর হরিশকে বললেন, তামাক খাব। " [व्द्वौzणाक जळग्न नाथन ठाकूटब्रब्र बाब्र बाब्र निळवथ-८षावनाफ़ाब्र अङ] আবার নারায়ণকে সম্বোধন করে বলছেন, “হরিপদর সেই পাতান মা এসেছিল। আমি হরিপদকে খুব সাবধান করে দিয়েছি। ওদের ঘোষপাড়ার মত। আমি তাকে জিজ্ঞাসা কল্পমে, তোমার কেউ আশ্রয় আছে ? তা বলে, হাঁ—অমকে চক্লবতী । শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—আহা, নীলকণ্ঠ সেদিন এসেছিল। এমন ভাব! আর একদিন আসবে বলে গেছে। গান শনাবে। আজ ওদিকে নাচ হচ্ছে, দেখো গে, যাও না। (রামলালকে) তেল নাই ষে, (ভাঁড় দণ্টে) কৈ তেল .ভাঁড়ে তো নাই। फूठौग्न गिब्रटन्छन •ाग्नुषथकृीडाक्टक्क ट्याण–ब्राबाङ्गक, डाँब्रा हक ? आक्राथति [zबनान्ऊबाशौण, मब्रानन्न नब्रन्वङौ, कट्टनल स्रजंकछै, नाट्ब्रन्छ, नाब्रा'न] এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করিতেছেন ; কখনও ঘরের ভিতর কখনও ঘরের দক্ষিণ দিকের বারান্দায়, কখনও বা ঘরের পশ্চিম দিকে গোল বারান্দাটিতে দাঁড়াইয়া, গঙ্গা দশন করিতেছেন। . [नण्ला (Environment) द्वमाष शब्दण, शब, शाइ, बालक] কিয়ৎক্ষণ পরে আবার ছোট খাটটিতে বসিলেন। বেলা ৩টা বাজিয়া গিয়াছে। ভক্তেরা আবার মেজেতে আসিয়া বসিলেন। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া চুপ করিয়া আছেন। এক একবার ঘরের দেওয়ালের দিকে দটিপাত করিতেছেন। দেওয়ালে অনেকগুলি পট আছে। ঠাকুরের বামদিকে শ্ৰীশ্ৰীবীণাপাণির পট, তাহার কিছু দরে নিতাই গোঁর ভক্তসঙ্গে কীৰ্ত্তন করিতেছেন। ঠাকুরের সম্মখে খুব ও প্রহসাদের ছবি ও মা কালীর মত্তি । ঠাকুরের ডান দিকে দেওয়ালের উপর রাজরাজেশবরী মাত্তি, পিছনের দেওয়ালে যীশর ছবি রহিয়াছে—পীটর ডুবিয়া য়াইতেছেন, যীশ তুলিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে বলিতেছেন, দেখ, সাধন সন্ন্যাসীর পট ঘরে রাখা ভাল। "সকাল বেলা উঠে অন্য মুখ না দেখে সাধন সন্ন্যাসীদের মুখ দেখে উঠা ভাল। ইংরাজী ছবি দেওয়ালে—ধনী, রাজা, কুইন-এর ছবি—কুইন-এর ছেলের ছবি, সাহেব মেম বেড়াচ্ছে তার ছবি রাখা–এসব রজোগণে হয়।