পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミミS घैटैोब्रात्रकृककथाबुङ–३म्र खाण t ১৮৮৬, ১৬ই এপ্রিল গিরিশ—কেমন করে বলবো, ঠিক দেখেছে। পৃথিবী আর চাঁদের মাঝখানে যদি আর কোন জিনিস থাকে, তার মধ্যে দিয়ে আলো আসতে আসতে হয় ত অমন" দেখায়। 曾 বাগানে ছোকরা ভক্তেরা ঠাকুরের সেবার জন্য সবদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবরাম, কালী, যোগীন, লাট ইত্যাদি; তাঁহারা থাকেন। যে ভক্তেরা সংসার করিয়াছেন, কেহ কেহ প্রত্যহ আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। কেহ বা মধ্যে মধ্যে আসেন। আজ নরেন্দ্র, কালী ও তারক দক্ষিণেশবর কালীবাড়ীর বাগানে গিয়াছেন। নরেন্দ্র সেখানে পঞ্চবটী বক্ষমলে বসিয়া ঈশবরচিন্তা করবেন; সাধন করিবেন। তাই দুই একটি গরে্ভাই সঙ্গে গিয়াছেন। ण्बिज्रीझ भीब्रटझ्न ঠাকুর গিরিশ প্রভৃতি ভক্তসঙ্গে—ভক্তের প্রতি ঠাকুরের স্নেহ [र्शािब्रण, जाछे, भाष्फ़ेब्र, बाबद्ब्राभ, निब्रअन, ब्राथाज ] গিরিশ, লাট, মাস্টার উপরে গিয়া দেখেন, ঠাকুর শয্যায় বসিয়া আছেন। সেবাথ শশী ও আরও দল একটি ভক্ত ঐ ঘরে ছিলেন, ক্ৰমে বাবরাম, নিরঞ্জন, রাখাল, ইহারাও আসিলেন। ঘরটি বড়। ঠাকুরের শয্যার নিকট ঔষধাদি ও নিতান্ত প্রয়োজনীয় জিনিসাদি রহিয়াছে। ঘরের উত্তরে একটি দুবার অাছে, সিড়ি হইতে উঠিয়া সেই বার দিয়া ঘরে প্রবেশ করিতে হয়। সেই বারের সামনাসামনি ঘরের দক্ষিণ গায়ে আর একটি দুবার আছে। সেই দবার দিয়া দক্ষিণের ছোট ছাদটিতে যাওয়া যায়। সেই ছাদের উপর দাঁড়াইলে বাগানের গাছপালা, চাঁদের আলো, অদরে রাজপথ ইত্যাদি দেখা যায়। ভক্তদের রাত্রি জাগরণ করিতে হয়, তাঁহারা পালা করিয়া জাগেন। মশারি টাঙ্গাইয়া ঠাকুরকে শয়ন করাইয়া যে ভক্তটি ঘরে থাকিবেন, তিনি ঘরের পবেধারে মাদর পাতিয়া কখনও বসিয়া, কখনও শইয়া থাকেন। অসুস্থতা নিবন্ধন ঠাকুরের প্রায় নিদ্রা নাই! তাই যিনি থাকেন, তিনি কয়েক ঘণ্টা প্রায় বসিয়া কাটাইয়া দেন। আজ ঠাকুরের অসুখ কিছল কম। ভক্তেরা আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং ঠাকুরের সম্মখে মেজের উপর বসিলেন। ঠাকুর আলোটি কাছে আনিতে মাস্টারকে আদেশ করিলেন। ঠাকুর গিরিশকে সস্নেহ সম্ভাষণ করিতেছেন।