পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিষয় ষষ্ঠ খণ্ড—কলিকাতায় বলরাম ও অধরের বাড়ী—সঙ্কীৰ্ত্তনানন্দে--- দক্ষিণেশ্বর মন্দিরে—রাখাল, মাষ্টার, কিশোরী প্রভৃতি ভক্তসঙ্গে সপ্তম খ গু—দক্ষিণেশ্বর—অধর, মাষ্টার, রামলাল প্রভৃতি ভক্তসঙ্গে বলবামের বাটী—মাষ্টারাদি ভক্তসঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে—রাখাল, লাটু, কিশোরী প্রভৃতি ভক্তসঙ্গে বলরাম মন্দিরে ও পরে অধরের বাডী অষ্টম থও—অধরের বাড়ী-ঈশান, রাখাল, প্রভৃতি ভক্তসঙ্গে ... নবম খণ্ড—দক্ষিণেশ্বরে—রাখাল, হাজরা প্রভৃতি ভক্তসঙ্গে দশম খণ্ড—অধরের বাউী—দুর্গাপূজা মহোৎসবে ভক্তসঙ্গে একাদশ খণ্ড—দক্ষিণেশ্বরে—রাখাল, মাষ্টার, ঈশান, কিশোরী প্রভৃতি ভক্তসঙ্গে দ্বাদশ খণ্ড—দক্ষিণেশ্বরে—মণি, রাখাল, প্রভৃতি ভক্তসঙ্গে ত্রয়োদশ খণ্ড—রামচন্দ্রের কাকুড়গাছির বাগানে আগমন ••• দক্ষিণেশ্বরে – রাখাল, মাষ্টার, লাটু, প্রভৃতি ভক্তসঙ্গে চতুর্দশ খণ্ড—দক্ষিণেশ্বরে মণিলাল প্রভৃতি ভক্তসঙ্গে পঞ্চদশ খণ্ড—দক্ষিণেশ্বরে—ফলহারিণী পুজা দিবসে о а в ষোড়শ খণ্ড—দক্ষিণেশ্বর-জন্মোৎসব দিবসে সপ্তদশ খণ্ড—গিরীশ-মন্দিরে ও পরে ষ্টার থিয়েটারে অষ্টাদশ খণ্ড—দক্ষিণেশ্বরে—মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ পরিশিষ্ট—শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র | (ক) শ্রীরামকৃষ্ণ ও বঙ্কিম (খ) শ্রীরামকৃষ্ণ কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে (গ) স্ত্রীরামকৃষ্ণ স্বরেন্দ্রের বাটীতে (ঘ) ত্রীরামকৃষ্ণ মনোমোহন মন্দিরে (ঙ) শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্র মিত্রের বাটতে б е ф (চ) শ্রীরামকৃষ্ণ জ্ঞান চৌধুরীর বাড়ীতে ব্রাঙ্গোৎসবে ہ (le! Sもbr २१७ Հ Գ Ե Rtro ՀԵ 5